অর্থকষ্টে দিন কাটাচ্ছে চাঁদাবাজরা, চাইছে দ্রুত ক্ষমতা

৪৩ পঠিত ... ১১ ঘন্টা ৩২ মিনিট আগে

25 (5)

দেশের রাজনীতিতে এক অভূতপূর্ব সঙ্কট চলছে—চাঁদাবাজরা অর্থকষ্টে! অন্তবর্তীকালীন সরকারের শাসনে সবকিছুই যেন থমকে গেছে, আর এর ভয়াবহ শিকার হয়েছে দেশের অবহেলিত (!) চাঁদাবাজ সমাজ। মাসের পর মাস চাঁদাবাজি বন্ধ থাকায় কেউ ঠিকমতো ফ্ল্যাটের কিস্তি দিতে পারছে না, কেউ আবার দামি গাড়ির তেল খরচ মেটাতে হিমশিম খাচ্ছে। এমনকি চাঁদার অভাবে অনেকে ডায়েটিংয়ে নেমে এসেছে, জিমে না গিয়েই ওজন কমতে শুরু করেছে অনেক চাঁদাবাজের।

টেম্পুস্ট্যান্ডের দখলের চেষ্টায় থাকা এমন এক আপকামিং চাঁদাবাজ ভাই আমাদের বলেন, বড় কষ্টে আছি ভাই। টেম্পুস্ট্যান্ড, বাসস্ট্যান্ড, মার্কেট—সব জায়গায়তেই শকুনের মতো তাকিয়ে আছি, এখন দরকার শুধু একটু ক্ষমতার স্বাদ, নাহলে চাঁদাবাজিটা হালাল হচ্ছে না। ১৫ বছর তো ফ্যাসিবাদীদের খেতে দিলেন এবার একটু আমাদের সুযোগ দিয়ে দেখুন আশা করি হতাশ করবো না।

এই অবস্থায়, দ্রুত নির্বাচন না হলে এই মহাসংকট কাটানো সম্ভব নয় বলে দাবি করেছেন চাঁদাবাজ সমাজের শীর্ষ নেতারা। তাদের মতে, নির্বাচনই একমাত্র সমাধান, কারণ ক্ষমতায় ফিরলেই আবার আগের মতো ‘বাণিজ্য’ সচল হবে। বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের জন্য জনগণের আগ্রহ থাকুক বা না থাকুক, চাঁদাবাজদের অর্থনৈতিক মুক্তির স্বার্থে দ্রুত ভোট হওয়া দরকার।

৪৩ পঠিত ... ১১ ঘন্টা ৩২ মিনিট আগে

Top