সকাল ৮টার ক্লাসের জন্য জেগে উঠতে স্বরাষ্ট্র উপদেষ্টার সহযোগিতা চাইল নর্থ সাউথের জায়েদ

৪৬ পঠিত ... ১১ ঘন্টা ১১ মিনিট আগে

16 (5)

 

সকাল ৮টার ক্লাসের দুঃসহ যন্ত্রণা থেকে মুক্তি পেতে নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র জায়েদ দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী-এর হস্তক্ষেপ কামনা করেছেন।

জায়েদ বলেন, আমাদের সকাল ৮টার ক্লাস থাকে, কিন্তু আমরা কেউই উঠতে পারি না। আমরা বহু চেষ্টা করেছি—ঘড়ির অ্যালার্ম, আম্মুর বকাঝকা, রুমমেটের ঝাড়ি—কিন্তু কিছুতেই কাজ হয় না! স্বরাষ্ট্র উপদেষ্টা যেহেতু রাত ৩টায় সংবাদ সম্মেলন করেন, ভোরে থানা পরিদর্শনে যান, তাই আমরা মনে করি—এই অসম্ভব কাজটি কেবল তিনিই সম্ভব করতে পারেন।

তিনি আরও বলেন, আমরা চাই, উনি ফজরের পর আমাদের রুমে রেড মারুন। দরজা ধাক্কান, প্রয়োজনে আমাদের বরখাস্তের ভয় দেখান। তাহলেই আমরা উঠে পড়ব!

জায়েদের এই আকুল আবেদন ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। কেউ কেউ দাবি করেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা যদি প্রতিদিন ভোরে ‘অপারেশন উঠো’ চালান, তাহলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর উপস্থিতির হার ৯০% পেরিয়ে যাবে।

এই প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো আনুষ্ঠানিক মন্তব্য না করলেও, তার দপ্তর থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এটি বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের পাশাপাশি পুলিশের ফাঁড়িতেও উপস্থিতি বেড়ে যেতে পারে!

৪৬ পঠিত ... ১১ ঘন্টা ১১ মিনিট আগে

Top