শিক্ষার্থীদের বিশেষ অনুরোধে চবিতে হচ্ছে গোআ হল

১৪২ পঠিত ... ১০ ঘন্টা ৫৬ মিনিট আগে

30 (7)

বাংলাদেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের ভেতর একটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সম্প্রতি এক্সট্রা অর্ডিনারি সভার এক আলোচনায় ফকা চৌধুরীর নামে হল করার সিদ্ধান্ত নিয়েছে চবি। এতে করে আনন্দে বিহবল চবি শিক্ষার্থীরা।

তবে আনন্দ বাড়াতে তারা এখন 'গোআ' নামেও একটি হলের নামকরণ করার অনুরোধ জানিয়েছেন, জানিয়েছে একটি ভূয়া সূত্র।

কেন 'গোআ'-র মতো অশ্লীল এবং সভ্য সমাজে অপ্রচলিত শব্দ অনুসারে একটি হলের নামকরণ হবে এমন প্রশ্নের উত্তরে চবির ছাত্রনেতা উদাস ভঙ্গিতে বলেন, পৃথিবীর কোনো শব্দই অশ্লীল নয়। সময়ের সাথে সাথে ভাষার রূপ, মাত্রা এবং গ্রহণযোগ্যতা পরিবর্তিত হয়, এই যা। এছাড়া গোআ নামটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই নামে একজন ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধা আছেন যিনি না থাকলে বাংলাদেশ আলোর মুখ দেখতো। তাকে সম্মান দেখিয়েও আমাদের এই প্রচেষ্টা। সম্ভব হলে আমরা আরেক হলের নাম 'বিআ' ও রাখতে পারি। বংশ পরম্পরায় সম্মান দেখানোর কালচার বজায় থাকবে তাহলে।

ফজলু (২১) নামের প্রথম বর্ষের এক শিক্ষার্থী বলেন, আমি এসবের কিছুই জানি না। তবে একবার গোয়াতে গিয়েছিলাম। খুব সুন্দর জায়গা। এরকম জায়গায় বারবার যেতে ইচ্ছে করে। ওই জায়গার স্মরণে হলের নাম গোআ হল হলে ভালোই হবে।

১৪২ পঠিত ... ১০ ঘন্টা ৫৬ মিনিট আগে

Top