According to ChatGPT fish forms of Bangladeshi political parties

৯৪ পঠিত ... ১৭:১০, নভেম্বর ২১, ২০২৪

19

১#

বাংলাদেশ আওয়ামীলীগ—সাকার ফিশ

আওয়ামীলীগ ছিল দেশের রাজনৈতিক ‘সাকার ফিশ’। তাদের শাসনকাল ছিল এমন এক অধ্যায়, যখন দেশের রাজনৈতিক জলাশয়ে অন্য কোনো মাছের টিকে থাকার সুযোগ ছিল না। কিন্তু প্রকৃতির নিয়ম বড়ই অদ্ভুত। যেমন সাকার ফিশ অতিমাত্রায় প্রজনন ও খাদ্য সংগ্রহে লিপ্ত হয়ে একসময় নিজের জন্যও পরিবেশটি বাসযোগ্য রাখে না, তেমনি আওয়ামীলীগের অতিমাত্রায় ক্ষমতাদখল, ফ্যাসিস্ট আচরণ এবং অযৌক্তিক আধিপত্য তাদের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছিল।

২#

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)—রুই মাছ

রুই মাছকে মিঠা পানির রাজা বলা হয়, কিন্তু জলবায়ু ও পরিবেশ পরিবর্তনের কারণে প্রভাবশালী থাকার ক্ষেত্রে হিমশিম খায়। আওয়ামী আমলে যেটি বিএনপির সাথে হয়েছিল কিন্ত বর্তমানে তারা আগের মতো সক্রিয় বা প্রভাবশালী হয়ে উঠতে সংগ্রাম করছে।

৩#

জাতীয় পার্টি (জাপা)—পুঁটি মাছ

ছোটোখাটো দল, কিন্তু যেকোনো পরিবেশে দ্রুত মানিয়ে নিতে পারার ক্ষমতা রাখে। জাপার রাজনীতি অনেকটাই এই বৈশিষ্ট্যের সঙ্গে মেলে।

৪#

বামপন্থী দল—টাকি মাছ

টাকি মাছ শুকিয়ে চুনো টাকিতে পরিণত হয়, কিন্তু একেবারে হারায় না। বামপন্থী দলগুলোও তেমনই—তাদের প্রভাব কমেছে, কিন্তু আদর্শ নিয়ে তারা এখনও টিকে আছে।

৫#

জামায়াতে ইসলামী—শোল মাছ

শোল মাছ যেকোনো অবস্থানে টিকে থাকতে পারে, বিশেষ করে কাদাপানিতে। জামায়াতে ইসলামীও বিভিন্ন সময় চাপে থেকেও নিজের মতো করে টিকে থাকার কৌশল দেখিয়েছে।

৯৪ পঠিত ... ১৭:১০, নভেম্বর ২১, ২০২৪

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top