যে কারণে আওয়ামীলীগ করা বন্ধুদের সাথে যোগাযোগ রাখতে ইচ্ছা করে না

৩৪৬ পঠিত ... ১৮:০৩, নভেম্বর ০৯, ২০২৪

30

লেখা: সাদ রহমান

আওয়ামীলীগের মধ্যে একফোঁটা অনুতাপ নাই।

একদম মাথা থেকে শুরু কইরা গোড়া পর্যন্ত আওয়ামীলীগের প্রত্যেকটা লোক এখনও কমপ্লিটলি ফ্যাসিস্ট, জেনোসাইডাল।

জুলাই ম্যাসাকার ঘটানো যেন ঠিক কাজই ছিল, তারা স্টিল এই মনোভাব পোষণ করে।

তাদের একটা লোকের মধ্যে কোনো অনুশোচনা নাই, কোনো আত্মসমালোচনা নাই, মানুষের কাছে একটা স্যরি বলা নাই।

কিন্তু দেখেন, এই দলটা বিশ কোটি মানুষের একটা দেশের গণতন্ত্র হত্যা কর।

কোটি কোটি মানুষকে বছরের পর বছর নাৎসিদের মতো নির্যাতন করল।

বিচারবিভাগরে হত্যা করল, গণমাধ্যমরে শেষ করল। বিলিয়ন বিলিয়ন টাকা পাঁচার করল।

আর গুম, হত্যা, ক্রসফায়ার এইগুলারে তো পানিভাত বানাইয়া ফেলছিল।

সবকিছু করার পরে ক্ষমতা ধইরা রাখার জন্য শেষে দেড় হাজার মানুষকেও গুলি মাইরা ফেলল। যেন কিছুই কোনো ব্যাপার না।

কিন্তু এখন খেয়াল করেন, তারাই আবার ভঙ্গি করতেছে যে তারা ক্ষমতা হারানোর ফলেই নাকি দেশ ইসলামিস্টদের হাতে চইলা যাইতেছে!

সামটাইমস এইসব যখন ভাবি, তখন সত্যিই আমার আওয়ামীলীগের বন্ধুদের সঙ্গে আর একদিনের জন্যও যোগাযোগ রাখতে ইচ্ছা করে না।

কিন্তু কী করা, জগতে সবার সঙ্গেই মিশতে হয়।

অপরাধী যদি তার অপরাধ স্বীকার না করে, কিংবা নিজেরে নির্দোষ প্রমাণ করতে রাজি না থাকে, তাইলে আপনি তার পক্ষে দাঁড়াইতে পারবেন না।

মানে তার মানবাধিকার আর বাকস্বাধীনতা নিয়া কথা বলাটাই তখন শতভাগ বৈধ হবে না।

আমরা যারা মানবাধিকার নিয়া কথা বলতে চাই, বাস্তবেই আওয়ামীলীগের জন্য আমাদের কথা বলা কঠিন।

দেখা যাবে, এই কাম করতে গিয়া আমরা নিজেরাই ক্ষাণিকটা কইরা ফ্যাসিস্ট হইয়া গেছি। খুবই রিস্কি ব্যাপারটা।

আজকে দেখলাম, আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবরে সুইজারল্যান্ডে এয়ারপোর্টের সামনে আওয়ামীলীগের কিছু লোক ঘিরা ধইরা নাজেহাল করতেছে।

দুইদিন আগে দেখলাম, ডোনাল্ড ট্রাম্পরে আওয়ামীলীগ যেই শুভেচ্ছা বার্তা পাঠাইছে সেইখানে শেখ হাসিনারে তারা 'প্রধানমন্ত্রী' লেখছে।

অমি রহমান পিয়াল বা নিঝুম মজুমদার ধরনের লোকগুলা তো দিনরাত মুখোশ পইরা খোঁচাখুঁচি করতেই আছে।

আর কত? আমি বুঝি না।

আওয়ামীলীগ দলটা পুরাপুরি নিয়ন্ত্রিত হইতেছে দেশের বাইরে থেকে। মানে যারা পগারপার হইতে পারছে তারাই সব নিয়ন্ত্রণ করতেছে।

ফলে দেশে থাকা আওয়ামীলীগারদের জীবনের নিরাপত্তাকে বিদেশের মূল আওয়ামীলীগ এখন থোড়াই কেয়ার করতেছে।

বরং বলা যায়, এইটারে পুঁজি কইরাই যা শয়তানি করার করতেছে। দেশে থাকা আওয়ামীলীগারদের মাইর খাওয়াইয়া সেইটার ফল উঠাইতে চাইতেছে।

নিকৃষ্ট সব চিন্তাভাবনা। হিনিয়াস, জঘন্য!

 

৩৪৬ পঠিত ... ১৮:০৩, নভেম্বর ০৯, ২০২৪

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top