উকিল যেখানে ডাক্তারের কাছে ধরা

১০৬৮৩ পঠিত ... ১৭:৪১, জুন ০৭, ২০১৬


এক ডাক্তার অনেক আশা নিয়ে আমেরিকায় গিয়ে অনেক চাকরী খোঁজাখুঁজি করে না পেয়ে নিজেই একটি চেম্বার খুলে বসে। সাইনবোর্ড লাগিয়ে দেয়; এখানে সর্বরোগের চিকিৎসা করা হয় মাত্র ২০ ডলারে। বিফলে ১০০ ডলার রোগিকে দেয়া হয়।

সাইনবোর্ড দেখে এক আইনজীবী বুদ্ধি আঁটে, এই ডাক্তারের কাছ থেকে কিছু ডলার খসিয়ে নেবে।
ডাক্তারের কাছে গিয়ে আইনজীবী বলে, আজকাল কোন কিছুর স্বাদ পাইনা। কী যে করি ডক্টর!
ডাক্তার এক ডোজ কড়া বিস্বাদ ওষুধ খাইয়ে দেয়। আইনজীবী চিৎকার করে, কী বাজে স্বাদ এই ওষুধের!
ডাক্তার বলে, এই তো স্বাদ ফিরে পেয়েছেন। এবার দিন ২০ ডলার। 
আইনজীবী বাধ্য হয়ে ২০ ডলার দেয়।

বুদ্ধি এঁটে কিছুদিন পর আবার ফিরে এসে বলে, ডক্টর আজকাল কিছুই মনে রাখতে পারিনা। কী যে করি!
ডাক্তার আবার ওষুধ দেয়। আইনজীবী খেয়ে চেঁচিয়ে ওঠে, এ যে দেখছি সেই একই বাজে টেস্টের ওষুধ; গত সপ্তাহেই দিয়েছিলেন।
ডাক্তার বলে, এই তো স্মৃতিশক্তি ফিরে পেয়েছেন; এবার দিন ২০ ডলার।

আইনজীবী এবার মরিয়া হয়ে যায়। সে এক সপ্তাহ পরে ফিরে এসে বলে, ডক্টর আমি আজকাল চোখে কিছুই দেখতে পাই না।
ডাক্তার আইনজীবীকে বলে, এই নিন ১০০ ডলার; এ রোগের চিকিৎসা এখানে নেই।
আইনজীবী বলে, এ যে ১ ডলারের নোট; ১০০ ডলার কই?
ডাক্তার বলে, এই তো দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। এবার দিন ২০ ডলার।

১০৬৮৩ পঠিত ... ১৭:৪১, জুন ০৭, ২০১৬

আরও

পাঠকের মন্তব্য ( ১ )

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top