ঢাকার এক বিশাল দোকান একবার বিশাল মূল্যহ্রাস ঘোষণা করল। যেদিন সকাল থেকে শুরু তার আগের দিন মধ্যরাত থেকেই না ঘুমিয়ে দোকানের গেটে প্রচুর লোক লাইন ধরল।
সকাল নয়টার দিকে এক বিশালদেহী লোক শিস বাজাতে বাজাতে হেলে-দুলে এগিয়ে এল। তারপর সবাইকে ঠেলে একদম আগে যাবার চেষ্টা করল। কিন্তু রাত থেকে লাইনে থাকা লোকজন তার বিশাল বপুর তোয়াক্কা না করে তাকে ধাক্কা দিয়ে পেছনে নিয়ে ফেলে দিল। জীবনে তার সাথে কেউ এমন করেনি, কাজেই সে আশ্চর্য হয়ে আবার উঠে গিয়ে সামনে যাওয়ার চেষ্টা করল। কিন্তু এবারও পাবলিক ক্ষেপে গিয়ে তাকে ফেলে দিল।
সে এবার উঠে দাঁড়িয়ে শার্টের হাতা গুটিয়ে বলল— দেখুন, আমাকে সামনে যেতে দিন নইলে ভালো হবে না কিন্তু! বলে সে আবার যেই এগোতে গেল, সমস্ত লোকজন আবারো তাকে মহা উৎসাহে চ্যাংদোলা করে ছুড়ে ফেলে দিল।
এবার সে এক লাফে উঠে দাঁড়িয়ে চিৎকার শুরু করল— ‘ঈশ্বরের কসম! আর একবার কেউ যদি আমাকে ছোঁয় তবে বলে দিলাম আমি আর আজকে দোকানই খুলব না।’
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন