রাত সাড়ে এগারোটা। অন্যান্য সদাই কেনার পর নাশেনের কাছে আর ২০ টাকা ছিল। সে বাসার সামনের চা-সিগারেটের দোকানে গিয়ে দোকানে দুইটা বেনসন সিগারেট চাইলো। দোকানদার সিগারেট দিলেন।
দোকানদারকে শেষ সম্বল ২০ টাকা দেয়ার পর দোকানদার বললো, 'মামা, আরও দুই টাকা দেন।' নাশেন বিনয়ীভাবে বললো, 'মামা, এই মুহুর্তে আমার কাছে দুই টাকা হবে না আমি তো এখানেই থাকি... সকালে এসে আমি দুই টাকা দিয়ে যাচ্ছি!'
দোকানদার অবিশ্বাসের চোখে তাকিয়ে মন্তব্য করলো, 'না ভাই এমন অনেক দেখছি, কেউ পরে আর দেয় না।'
নাশেন আবারও বললো সে সকালে নিচে নামতেই দিয়ে যাবে। দোকানদারেরও সাফ কথা- এক টাকাও বাকি দেয়া হবে না! তারপর দুই টাকা সংক্রান্ত কথা কাটাকাটি আরও দশ মিনিট চলার পর সকালে দুই টাকা শোধ করার শর্তে নাশেন সিগারেট নিয়ে বাসায় চলে গেলো।
পরদিন সকালে নাশেন সেই দোকানে গিয়ে ৫০০ টাকার নোট দিয়ে বললো, 'রাতে ২ টাকা পাইতেন, রাখেন। ৪৯৮ টাকা ফেরত দেন...'
লেখা: রাফিদ আল জহুর
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন