এক লোক মুদি দোকানে এসে হাফ কেজি মাখন চায়। দোকানের সেলসম্যান বলে, এক কেজির প্যাকেট; নিলে এক কেজিই নিতে হবে।
লোকটি বলে, হাফ কেজির বেশি দরকার নাই; অযথা কিনবো কেন!
অনেকক্ষণ তর্কাতর্কির পর সেলসম্যান মুদি দোকানের পেছনে ম্যানেজারের কক্ষে গিয়ে বলে, এক ইডিয়ট হাফ কেজি মাখন কিনতে চাচ্ছে।
সেলসম্যান হঠাৎ তাকিয়ে দেখে ক্রেতা ভদ্রলোক তার পেছনে দাঁড়িয়ে।
তখন সে ম্যানেজারকে বলে, এক ইডিয়ট হাফ কেজি মাখন অর্ডার দিয়ে রেখেছিলো; আর এই ভদ্রলোক চাইছেন হাফ কেজি। এক কেজির প্যাকেট থেকে হাফ কেজি এই ভদ্রলোককে দিয়ে দিই কেমন।
ক্রেতা তার মাখন নিয়ে ফিরে যাবার পর ম্যানেজার সেলসম্যানকে বলে, আর একটু হলেই ক্রেতার সঙ্গে দুর্ব্যবহারের দায়ে তোমার চাকরি যেতো; কিন্তু তোমার উপস্থিত বুদ্ধি তোমাকে বাঁচিয়ে দিয়েছে। তুমি কোথাকার ছেলে হে এতো চালাক!
সেলসম্যান উত্তর দেয়, আমি ব্রাজিলের লোক; যেখানে শুধু যৌনকর্মী আর ফুটবলার বাস করে।
ম্যানেজার গম্ভীর মুখে বলে, আমার স্ত্রী ব্রাজিলের মেয়ে।
সেলসম্যান জিজ্ঞেস করে, উনি কোন ক্লাবের ফুটবলার ছিলেন!
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন