তিন থাপ্পড়

৮৫২ পঠিত ... ১৩:৪৪, ফেব্রুয়ারি ১৮, ২০১৬

একদিন এক নামকরা উকিল বের হলেন হাঁস শিকারে। অনেকক্ষণ ঘোরাঘুরির পর তিনি একটা হাঁস শিকার করলেন। কিন্তু হাঁসটা গিয়ে পড়ল বেড়া দেওয়া ক্ষেতের ভেতর। বেড়া টপকে ভেতরে ঢুকতে যাবেন এমন সময় হাজির জমির মালিক। সব শুনে মালিক বললেন, ‘হাসটা যেহেতু আমার ক্ষেতে পড়েছে সেহেতু হাঁসের অর্ধেকটা আমার।’
ক্ষেপে গিয়ে উকিল বললেন, ‘হাঁসটা আমাকে না দিলে দুদিনের মধ্যে তোমার ক্ষেতের সবকিছু আমি নিলামে ওঠাব।’
জমির মালিক বললেন, ‘তাহলে ব্যাপারটা আমাদের এলাকার নিয়ম অনুযায়ী তিন থাপড়ের মাধ্যমে নিষ্পত্তি হোক। আমরা একজন আরেকজনকে তিনটা করে থাপড় দেব। শেষ পর্যন্ত যে হার মানবে সে হাঁসটা পাবে না।’
উকিল ভাবলেন, বুড়ো কৃষককে কষে তিনটা থাপড় মারা যাবে, হাঁসটাও পাওয়া যাবে। তিনি রাজি হয়ে গেলেন। দুজন হাঁসটা নিয়ে গ্রামের মোড়লের কাছে গেলেন। কৃষকের কাছ থেকে সব শোনার পর থাপড় পর্ব শুরু হলো। প্রথমে কৃষক তাঁর সর্বশক্তি দিয়ে উকিলের গালে তিনটা থাপড় দিলেন। অনেক কষ্টে সহ্য করে এরপর উকিল প্রস্তুতি নিলেন কৃষকের গালে থাপড় মারার জন্য।
তখন কৃষক বলে উঠলেন, ‘আমি হার মানছি। হাঁসটা উকিল সাহেবকেই দেওয়া হোক।’

৮৫২ পঠিত ... ১৩:৪৪, ফেব্রুয়ারি ১৮, ২০১৬

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top