হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে বলুন তো! যেই বলুক, এর মধ্যে একটা না একটা কৌতুক পড়ে আপনি হাসতে না জানলেও হাসবেন তো বটেই!
১#
২#
—আপেল মাটিতে পড়ে কেন?
—আইজ্যাক নিউটনের জন্য।
৩#
: চিন্তায় পড়ে গেলাম; আমার বড় ছেলেটা মনে হচ্ছে কালার ব্লাইন্ড।
: ভাবনা কী? আজই একটা বর্ণ পরিচয় কিনে দিন না।
৪#
স্ত্রী: আমি মরে গেলে তুমি সঙ্গে সঙ্গে আবার বিয়ে করবে না তো!
স্বামী: মাথা খারাপ! আগে ক’টা দিন জিরিয়ে নেব না?
৫#
বর: তোমার রান্না মোটেই আমার মায়ের মতো নয়।
বউ: তোমার বেতনও মোটেই আমার বাবার মতো নয়।
৬#
৭#
শিল্পী : আমার এ চিত্রকর্মটি কেমন হয়েছে?
দর্শক : স্বাক্ষরটা অসাধারণ দিয়েছেন!
৮#
ছেলে : মা, বাবা কি খুব লাজুক?
মা : হ্যাঁ, উনি লাজুক না হলে তোমার বয়স আরো ছ’বছর বেশি হত।
৯#
: অবসর সময়ে গোসল করা উচিত।
: পাগল হয়েছেন? অবসর নেব আমি সেই ৫৫ বছর বয়সে!
১০#
-স্যার কেকটা চার টুকরো করে দেব না আট টুকরো?
-চার টুকরোই করো। ডায়েট কন্ট্রোল করছি তো।
১১#
-তোমার স্বামী কি খুব রাত্রে ফেরেন?
-বলতে পারবো না। পরের বার দেখা হলে জিজ্ঞেস করবো...
১২#
-গাড়ি কেন ফুটবল খেলতে পারে না?
-কারণ গাড়ির একটাই বুট।
১৩#
১৪#
-আমাদের দেশে পাঁচ বছর পরে কী হবে বল তো মন্টু?
-২০২৩ সাল।
১৫#
-গোল্ডফিশগুলোকে নতুন পানি দিয়েছিস?
-না, মা। কালকের পানিই তো ওরা এখনো খেয়ে শেষ করতে পারেনি।
১৬#
দাদু : তোমার ছোট ভাইয়ের জন্মদিনে এবার কী দেবে?
নাতি : বুঝতে পারছি না গত বছর তো দিয়েছিলাম ‘চিকেন পক্স।’
১৭#
শিক্ষক : উত্তর মেরুর ৫টা প্রাণীর নাম বল।
ছাত্র : তিনটা শ্বেতভল্লুক আর দুইটা শীল মাছ।
১৮#
প্রেমিকার বাবা: তুমি মদ খাও?
প্রেমিক: এটা প্রশ্ন, না আমন্ত্রণ?
১৯#
২০#
জেল সুপার : তুমি? আবারো? এবার কেন এলে?
কয়েদি : একটা বিশ্রী কাশির জন্য। লোকটা জেগে উঠেছিল।
২১#
এক তরুণ লজিক একদম বোঝে না। বোঝার জন্য লজিক ভালো বোঝে এমন একজনকে ধরল—
: লজিক তো খুবই সোজা! যেমন ধর তোমার বাসায় একটা অ্যাকুইরিয়াম আছে তার মানে সেখানে পানি আছে আর পানির প্রসঙ্গে এলেই মন চলে যায় সমুদ্রে আর সমুদ্র মানেই হচ্ছে তোমার মধুচন্দ্রিমা, প্রেম, বিয়ে ইত্যাদি ইত্যাদি।
: বুঝেছি, বুঝেছি, আর বলতে হবে না লজিক এখন আমার কাছে পরিষ্কর। এবার তরুণ নিজেই আরেকজনকে লজিক বোঝাচ্ছে।
: লজিক হচ্ছে বুঝলি... আচ্ছা তোর বাসায় অ্যাকুইরিয়াম আছে?
: না।
: ও হো তা হলে তো তুই গে...
২২#
২৩#
স্বামী : জান, কাল রাতে ক্লাবে মদ খাওয়ার প্রতিযোগিতা হয়েছিল।
স্ত্রী : সে তো তোমাকে দেখেই বুঝতে পারছি। কিন্তু দ্বিতীয় কে হয়েছে?
২৪#
-ব্লাউজের সঙ্গে শাড়িটা কেমন মানিয়েছে গো?
-ওহ দারুণ একেবারে যেন ‘আর্জেন্টিনা-ব্রাজিল’!
২৫#
পারিবারিক ব্যবসায় যোগ দিল পুত্র। বাবা প্রথম দিন পুত্রকে নিয়ে ছাদে গেলেন। তারপর বললেন-
: ছাদের একদম ধারে গিয়ে দাঁড়াবে এবং আমি যখন বলবো লাফ দাও, তখন লাফ দেবে।
: সে কী বাবা... তিন তলা থেকে লাফ দেব? আমি মারা যাব যে!
: শোন ব্যবসায় উন্নতি করতে চাও তো?
: হ্যাঁ।
: এবং আমার ওপর বিশ্বাস আছে?
: হ্যাঁ।
: তাহলে লাফ দাও। ছেলে লাফ দিল এবং যথারীতি মাটিতে আছড়ে পড়ে দুই পা এক হাত ভেঙে মুমূর্ষু অবস্থায় পড়ে রইল। বাবা দ্রুত সিঁড়ি ভেঙে ছেলের কাছে ছুটে গেলেন এবং বললেন— ব্যবসায় এটাই তোমার প্রথম শিক্ষা, কাউকে বিশ্বাস করবে না।
এবং সবশেষে একটি বোনাস কৌতুক-
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন