যে জোকগুলো পড়ে ফেললে আপনি বৃষ্টি না হলেও ভিজবেন

৯৫৫৮ পঠিত ... ১৭:২০, জুন ১২, ২০২৩

যে-জোকগুলো

১#

রোগী: আমি তোমাকে ভালোবাসি সাদিয়া… আমি সুস্থ হয়ে ফিরে যেতে চাই না।

নার্স: তোমার এ আশা নিশ্চয়ই পূরণ হবে। আমাকে চুমু খেতে কাল যে ডাক্তার তোমাকে দেখেছে, সেও আমাকে ভালোবাসে।

২#

মেয়ে: তুমি যদি আবার আমাকে ওভাবে চুমু খাও, আমি চিরজীবনের জন্য তোমার হয়ে যাব।

ছেলে: সাবধান করে দেবার জন্য, ধন্যবাদ।

৩#

লিপস্টিক কেনার জন্য স্বামীর কাছে টাকা চাইলো স্ত্রী…

স্বামী: তোমার লিপস্টিক কিনতে কিনতেই তো আমি ফকির হয়ে যাব।

স্ত্রী: আমি কী করব! অর্ধেক তো তোমার পেটেই যায়।

৪#

এক বিখ্যাত কার্ডিওলজিস্ট মারা গেছে, তার সম্মানে তার কবরটা খোঁড়া হলো অনেকটা হার্টের মতো করে। কবরে কফিন নামানো হচ্ছে, এ সময় পাশ থেকে এক লোক হেসে উঠলো।

: কী ব্যাপার, আপনি হাসলেন যে?

: না, আমিও একজন ডাক্তার। আমার কবরটা কেমন হবে তা ভেবেই হাসছি।

: আপনি কীসের ডাক্তার?

: আমি একজন গাইনোকলোজিস্ট

৫#

উদ্দাম পার্টি শেষে মাথাব্যথার কারণে স্ত্রী একাই বাড়িতে ফিরে এলেন। এসে দেখেন তার বাসার পুরুষ চাকর স্ফায় বসে টিভি দেখছে। তিনি এগিয়ে গিয়ে বললেন, ‘আবুল, আমার গাউনটা খোলো‘ আবুল খুলল।

: এবার আমার শাড়িটা খোলো। (আবুল খুলল)

: এবার আমার অন্তর্বাসটা খোলো। (আবুল খুলল)

: আমার মোজাটাও খোলো। (আবুল খুলল)

: এরপর কখনও যদি দেখি আমার কাপড়চোপড় পরে তুমি সোফায় বসে এভাবে টিভি দেখছ, তাহলে তোমার চাকরি চলে যাবে।

৯৫৫৮ পঠিত ... ১৭:২০, জুন ১২, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top