মাতালটি আসলে যা বলতে চাচ্ছিলো

৪৬৫৫ পঠিত ... ২০:৫৪, নভেম্বর ০৯, ২০১৭

এক হোটেলের রিসিপশনিস্ট রাত ১২টায় একটি ফোন পেল।

ফোন তুলতেই এক মাতালের কণ্ঠস্বর, 'আচ্ছা বারটা কখন খোলে বলুন দেখি?' বিনীত ভাবে রিসেপশনিস্ট জানাল, 'স্যার আগামীকাল দুপুর ২টার সময়।'

ফোন কেটে গেল। ঘন্টা খানেক বাদে আবার ফোন। এবারও কণ্ঠস্বর একই লোকের, আরও বেশি মাতলামিতে ভরা, 'এই ব্যাটা বারটা কখন খোলে বল তো?'

সে আবার জানালো, 'আগামীকাল ২টার সময়'!

ঘন্টাখানেক কেটে যাওয়ার পর আবার ফোন, 'তুই বলবি কি বলবি না বারটা কখন খোলে?' ধৈর্য্য হারিয়ে রিসিপশনিস্ট বলল, 'স্যার কাল ২টার সময়, কিন্তু আপনি যদি অতক্ষণ অপেক্ষা না করতে পারেন তাহলে আপনি অর্ডার করুন আমি রুম সার্ভিস পাঠিয়ে দিচ্ছি আপনার কাছে।'

উত্তর এলো, 'ধুর ব্যাটা, বারে কে যেতে চাইছে, আমি তো বার থেকে বেরোতে চাইছি। যত্তসব!'

৪৬৫৫ পঠিত ... ২০:৫৪, নভেম্বর ০৯, ২০১৭

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top