নোয়াখালির এক ছাত্র যে কারণে এতগুলো বিষয়ে ফেল করেছে

৮৯৬০ পঠিত ... ১৭:৩১, সেপ্টেম্বর ২৪, ২০১৭

নোয়াখালিতে এক ছেলে পরীক্ষায় অনেক বিষয়ে ফেল করেছে। বাবা ছেলেকে জিজ্ঞাসা করছে -

বাবা : তুই কিসে কিসে হেল কইচ্চস?

ছেলে : ইংরেজি, ইতিহাস আর হিটি (পিটি-শরীরচর্চা)য় হেল কইচ্চি।

বাবা : ইংরেজিতে হেল কইচ্চস কিল্লাই?

ছেলে : টিচার আঁরে কয় ট্রানস্লেশন কর- তোমার মা করিম মিয়ার লগে ঘুরতে যায়। আঁই কইছি, আঁর মা কি খারাপনি যে করিম মিয়ার লগে ঘুরতে যাবে?

বাবা : ইতিহাসে হেল কইচ্চস কিল্লাই?

ছেলে : টিচার আঁরে জিগায়, পানি পথের যুদ্ধ কেন হয়েছিল? আঁই কইছি, স্থল পথে সুবিধা কইরতারে নাই ইরল্লাই পানি পথে যুদ্ধ।

বাবা : হিডিতে হেল কইচ্চস কিল্লাই। হিডিতেতো আত পাও লারি চারি দিলেই ফাশ করন যায়।

ছেলে : টিচার আঁরে কয় ডাইন আত তোল, আঁই তুইলচি হেরপর কয় বা আত তোল, আঁই তুইলচি। হেরপর কয় বাম পা তোল, আঁই তুইলচি হেরপর কয় ডাইন পা তোল, আঁই কইচি চাইর আত পাও তুলি আই কি আর সোনার উপর খাড়াইতামনি?

বাবা : হুনলাম অংক আর বাঙলায়ও হেল কচ্চস। অংকে হেল কচ্চস কা?

ছেলের উত্তর - অসৎ ব্যবসার প্রশ্ন কচ্চে দেহি আমি উত্তর দিই নাই। প্রশ্ন কচ্চে ২০ টাকা সেরে ১০ সের দুধ কিনে ৩ সের পানি মিশিয়ে আবার ২০ টাকা করে বিক্রি করলে কত লাভ হবে। আর বাপ দাদা চোদ্দপুরুষ এই ব্যবসা কোনদিন করেনাই আর কত্তনো কোনদিন। আমি উত্তর দিই নো।

বাপের প্রশ্ন, ‘ঠিক আছে, বাংলায় হেল কল্লিকা?’

ছেলের উত্তর - ডাক্তারি প্রশ্ন কচ্চে আই কেমনে হারুম। প্রশ্ন কচ্চে, লিঙ্গ পরিবর্তন কর। আপনে হারবেন নি?

৮৯৬০ পঠিত ... ১৭:৩১, সেপ্টেম্বর ২৪, ২০১৭

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top