‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি।‘ কবি দ্বিজেন্দ্রনাথ লালের কবিতাটি সকাল থেকে অনেক মনে পড়ছে। কেনো মনে পড়ছে তাও বলি। সকালে উঠে একটা নিউজ দেখলাম। সরকারি দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের বলেছেন, ‘মাথা ঠান্ডা করার জন্য বিরোধীদলের মাথায় ইউরেনিয়াম ঢেলে দিবেন তিনি।‘ আমার স্মৃতিতে অনেক কিছুই মনে থাকে, পড়ালেখাও কম করিনি। নিজের জ্ঞান, স্মৃতি অনেক ঘেটেও ওবায়দুল কাদেরের ভাবনার মতো এমন মহানুভব ভাবনার কোন উদাহরণ আমার মনে পড়েনি। কবি দ্বিজেন্দ্রনাথ লাল আজকে বেঁচে থাকলে হয়তো লিখতেন, ‘এমন মহানুভবতা কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল মহানুভবতার রাণী সে যে আমার কাদের তুমি।’
পৃথিবীর কোথাও বিরোধীদলের মাথা গরম হয়ে গেলে তা নিয়ে কোনো সরকারি দলকে ভাবতে দেখেছেন? ধরে নিলাম কেউ কাউ ভাবে। ভাবনার পর তারা বড়জোর কী করতে পারে? বিরোধীদলের নেতাদের মাথায় পানি ঢালতে পারে, সরিষার তেল আর পানি মিক্স করে মাথা মাসাজ করে দিতে পারে, খুব বেশি হলে নবরন্ত ঠান্ডার তেল হয়তো দিতে পারে। কিন্তু কোটি টাকার ইউরেনিয়ামের তেল দেয়ার মতো বিলাসিতা কী কোনো দেশের সরকার, কোনো দেশের সরকারি দল করতে পেরেছে? পারেনি। বাংলাদেশ সে ঘোষণা দিয়ে দেখিয়েছে। আমরা যে শুধু রোহিঙ্গাদের আশ্রয় দিতে পারি, খাওয়াতে পারি—এমন না, আমরা বিরোধীদলকে ইউরেনিয়ামের তেলও দিতে পারি। ভাবতে পারেন, মাত্র ৫০ বছরও আগে স্বাধীনতা পাওয়া একটি দেশে বিরোধীদলের নেতাদের মাথা ঠান্ডা করার জন্য কোটি টাকার ইউরেনিয়াম তেল দিচ্ছে। সারা পৃথিবী অবাক তাকিয়ে রয়।
আমি বিরোধীদলকে অনুরোধ করবো, সরকারের মহানুভবতা স্বীকার করে নিন। এই সরকার আপনাদেরকে যেভাবে আদরে যত্নে রেখেছে সেসব স্বীকার করুন। কোটি টাকার ইউরেনিয়াম তেল দেয়ার প্রতিশ্রুতি আপনাদের আগে পৃথিবীর আর কেউ পায়নি। সরকার আপনাদের শুধু মামলা দেয় এইসব কথা মানুষকে জানানোর পাশাপাশি সরকার যে আপনাদেরকে ইউরেনিয়ামের তেলও দেয় তাও মানুষকে জানান।
নিজেদের হাতে ক্ষমতা, নিজেদের হাতে ইউরেনিয়ামের চাবি—এমন সুযোগ পেয়ে ওবায়দুল কাদের অনেক কিছু করতে পারতেন। ইউরেনিয়াম নিজের মাথায় ঢালতে পারতেন। তার প্রতিবেশি, আত্মীয়-স্বজন কিংবা জুনিয়র নেতাকে দিয়ে দিতে পারতেন। কিন্তু তিনি তার কিছুই করেননি। তিনি ইউরেনিয়াম দিবেন বলেছেন শুধু বিরোধীদলকে! এমনকি বিরোধীদলকে ইউরেনিয়াম দিয়ে দিলে বিদ্যুৎ কেন্দ্র কীভাবে চলবে তাও তিনি ভাবেননি। হয়তো ভেবেছেন, সয়াবিন তেল দিয়ে চালিয়ে নিবেন। এমন সৎ, নির্লোভ, দয়ালু নেতা কি পৃথিবীতে খুঁজলে পাওয়া যাবে? আমার তো মনে হয় না।
এই ঘটনার পরও অনেক মানুষ বলবে, দেশে লেভেল প্লেয়িং ফিল্ড নাই, বিরোধীদলকে হয়রানি করা হচ্ছে, গণতন্ত্র, বাক-স্বাধীনতা নিয়ে অনেকে প্রশ্ন তুলবে! আমি তাদেরকে বলবো, ‘এইসব অহেতুক সমালোচনা না করে ইউরেনিয়ামের তেল দিন। বিরোধীদলকে দেয়া হচ্ছে আপনাদেরও দেয়া হবে।’
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন