রাস্তায় চিপসের প্যাকেট ফেলে নিষ্পাপ মেয়রদের দোষ দেবেন না

৪৩৪ পঠিত ... ১৭:৩৪, সেপ্টেম্বর ২৩, ২০২৩

রাস্তায়-চিপসের

ঢাকায় বৃষ্টি হয়েছে। শহরে পানি উঠেছে। প্রকৃতির খুবই স্বাভাবিক একটি ঘটনা। অথচ গত দুইদিন ধরে এই ঘটনাটিকে ধরে চারদিকের মানুষ নানানভাবে ঢাকার দুই মেয়রকে দোষ দিয়ে যাচ্ছে। কিন্তু ঘটনাটি যদি একটু তলিয়ে দেখেন, দেখবেন নিষ্পাপ মেয়রদের এখানে কোনো দোষ নেই। শহরের অসচেতন মানুষ ড্রেনে প্লাস্টিক বোতল ও চিপসের প্যাকেট ফেলে আজ শহরের এই অবস্থা করেছে। অথচ পুরো দোষটা গিয়ে পড়েছে নিষ্পাপ মেয়রদের উপর।

ঢাকার দুই মেয়রের অক্লান্ত পরিশ্রম আমি খুবই কাছ থেকে দেখেছি। আমি তখন থাকি নেদারল্যান্ডে। ওখানকার একটা ইউনিভার্সিটির গোস্ট প্রফেসর। সিটি কর্পোরেশনের একটা সেমিনারে সেবার আমি ঢাকায় আসি। এসে খুবই অবাক হয়ে যাই, শহরকে আরও আলোকিত করতে মেয়র তখন গাছ কাটছিলো। কড়া রোদের মধ্যে ঢাকার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কাছ কাটার দিক নির্দেশনা দিচ্ছেন মেয়র। কী ত্যাগ, কাজের প্রতি কী ডেডিকেশন থাকলে একজন মেয়র শহরের মানুষদের জন্য কড়া রোদে দাঁড়িয়ে কাজ করতে পারে, সেটা বিচার করার ভার আমি আপনাদের হাতেই ছেড়ে দিলাম।

শহরের উন্নয়নের জন্য ৭০০ কোটি টাকা খরচ করা হয়েছে। আর কত খরচ করবে? আমি তো প্রচেষ্টার কোনো কমতি দেখি না। ১৫ মিনিটের পানি সরার কথা বলেছিলো, কিন্তু ১৫ ঘণ্টায়ও সরেনি দেখে আপনারা যে মেয়রের সমালোচনায় মেতে উঠেছেন, মনে রাখবেন, মেয়র তখন আপনার মতো ফেসবুকে বসে স্ট্যাটাস লিখছে না। তিনি তখন কাজ করছেন ঢাকা থেকে ডেঙ্গু নিরসনের জন্য। শহরকে এডিসমুক্ত করতে মির্জা ফখরুলকে ঢাকায় ঢুকতে না দেয়ার সংকল্পও করেছেন তিনি। একজন লোক আপনাদের জন্য আর কত করবেন?

ডেঙ্গুর শুরুর দিকের কথা বলতেই হয়। মেয়রের বিদেশ সফর নিয়ে নানান জন নানান কথা বলেছেন। কিন্তু আপনারা হয়তো জানেন না, আপনারা যখন সমালোচনা মুখর ছিলেন মেয়র তখনও আপনাদের জন্যই করছেন। বিদেশে এসে তিনি আমার সাথে ডেঙ্গু নিরসনে আলোচনা করেছেন। আমি ছাড়াও আরও ইয়ামাদো, নন্দিতাসহ আরও কিছু গোস্ট কলামিস্ট ছিলাম আমরা সেখানে।

আর পানির জমার বিষয়টি পোস্টমর্টন করলে আসলে কী দাঁড়ায়? একটা জিনিস চারপাশে কান পাতলেই শুনতে পাবেন, সারাবিশ্বেই এখন সুপেয় পানির সংকট। বিশ্বের অনেক জায়গায় ভূগর্বেও পানি নেই। অথচ এমন দিনে মেয়র আমাদের পানির দিশা দেখিয়েছেন। তিনি দেখিয়েছেন, কীভাবে ১৫ ঘণ্টা পানি জমা রেখে শহরের মানুষকে পানির সংকট থেকে মুক্ত করা যায়। আপনারা সেই পানি খেলেন না, গৃহস্থালির কাজেও ব্যবহার করলেন না। উলটা গালি দিলেন মেয়রকে। এই আপনাদের উপকারের ফল?

৪৩৪ পঠিত ... ১৭:৩৪, সেপ্টেম্বর ২৩, ২০২৩

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top