নাহিদের পদত্যাগপত্রের বানানভুল ধরে ১৫০০ টাকা আয় করলেন কবি আখতারুজ্জামান আজাদ

২৬ পঠিত ... ৯ ঘন্টা ৫২ মিনিট আগে

রাজনীতির অঙ্গনে প্রতিদিনই ঘটছে নতুন-নতুন ঘটনা, তবে সাম্প্রতিক একটি ঘটনায় সবাইকে চমকে দিয়েছেন কবি আখতারুজ্জামান আজাদ। নাহিদ ইসলামের পদত্যাগপত্রের বানানভুল ধরে তিনি যে ব্যবসায়িক সুযোগ তৈরি করেছেন, তা এককথায় অসাধারণ!

নাহিদের পদত্যাগপত্রে একাধিক ব্যাকরণগত ভুল ছিল, যা সোশ্যাল মিডিয়ায় হাস্যরসের খোরাক জুগিয়েছে। তবে এই ভুল শুধু মজার বিষয় হয়েই থাকেনি, তা পরিণত হয়েছে আয়ের সুযোগে। কবি আখতারুজ্জামান আজাদ ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন, নাহিদের পদত্যাগপত্রের বানানভুল ধরে তিনি তাঁর ‘বাংলা ক্লাস’ ই-বুকের প্রচারণা চালিয়েছেন। ফলাফল? ইতোমধ্যেই তিনজন বইটি কিনেছেন, মোট ১৫০০ টাকা আয় করেছেন তিনি।

কবি আখতারুজ্জামান আজাদের এই ব্যবসায়িক বুদ্ধিমত্তা দেখে অনেকেই বিস্মিত। তিনি হিসাব কষে জানিয়েছেন, উপদেষ্টার সংখ্যা ২৩। যদি বাকিরাও নাহিদের পথ অনুসরণ করে পদত্যাগ করেন এবং তাদের পদত্যাগপত্রেও বানানভুল থাকে, তাহলে তাঁর মোট সম্ভাব্য আয় দাঁড়াবে ৩৩,০০০ টাকায়!

মজার বিষয় হলো, তিনি বিশেষভাবে অপেক্ষায় আছেন আইন উপদেষ্টার পদত্যাগপত্রের জন্য। কারণ, তাঁর মতে ওই উপদেষ্টা অন্তত অর্ধডজন ভুল না-করে একটি পূর্ণাঙ্গ বাক্য লিখতে পারেন না! তাই সেই পদত্যাগপত্রের বিশ্লেষণ থেকে একটি আইফোন কেনার মতো আয় হবে বলেই আশাবাদী তিনি।

সোশ্যাল মিডিয়ায় এ-নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। কেউ বলছেন, ‘সত্যিই চাতুর্যপূর্ণ একটি উদ্যোগ!’ আবার কেউ কটাক্ষ করে বলছেন, ‘এ তো জাতীয় ট্র্যাজেডিকে ব্যক্তিগত লাভে পরিণত করার এক উদ্ভাবনী পন্থা!’ তবে কবি আখতারুজ্জামান আজাদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বানানের ভুল সংশোধন করা জরুরি, আর সেই প্রয়াসে যদি কিছু আয় হয়, তাতে দোষের কিছু নেই।

অবশ্য দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাবে, উপদেষ্টারা পর্যায়ক্রমে পদত্যাগ করবেন কি না, আইন উপদেষ্টার পদত্যাগপত্র আদৌ আসবে কি না, তা ভবিষ্যতই বলবে। তবে আপাতত কবি আখতারুজ্জামান আজাদ তাঁর ‘বাংলা ক্লাস’ বইয়ের লিংক কমেন্টে দিয়েছেন এবং অপেক্ষায় আছেন নতুন কোনো ভুলের জন্য।

২৬ পঠিত ... ৯ ঘন্টা ৫২ মিনিট আগে

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top