রিসেট বাটনে চাপ দিলে আসলে কী হবে?

১১৩ পঠিত ... ১৬:২৭, অক্টোবর ০৯, ২০২৪

23 (23)

লেখা: শামীম আহমেদ

তমালের বয়স ১০ বছর। তার মামা আদর করে বিদেশ থেকে তাকে একটা স্মার্টফোন কিনে পাঠিয়েছিলেন। মোবাইল পেয়েই তমাল মোবাইলের অপব্যবহার শুরু করেছে দিয়েছে বেশ। ফ্রি-ফায়ার, পাবজিসহ শতাধিক গেমসে ভরে ফেলেছে তার ফোনের স্টোরেজ। এছাড়া ছবি, ভিডিও তো আছেই। সারাদিন ফোনের অপব্যবহার ।  ফোনের জীবন যায় যায় অবস্থা । বছর না যেতেই এখন ফোন হ্যাং হয়ে যায়। ফোনের অধিকাংশ ফাংকশনই আর কাজ করতে চায় না। তমালের মন খারাপ যেমন, তার চেয়ে বেশি ভয় কাজ করছে যে মামা তাকে কী বলবে ।

এক বছর পর মামা বিদেশ থেকে এসেই দেখলেন মোবাইলের অবস্থা বেহাল । তমালকে তিনি প্রথমে ধমকালেন । তারপর বললেন তিনি স্মার্টফোন রিসেট (RESET) করে দেবেন। মামার কথা শুনেই কান্নায় ভেঙে পড়লো তমাল । কেঁদে কেঁদে বলল, মামা ! ফোন রিসেট করলে তো ফোনের সব ডিলিট হয়ে যাবে। ফোনের সবই মুছে যাবে, ফোন একেবারে অচল হয়ে যাবে।

মামা ধমক দিয়ে বললেন, গাধা! রিসেট (RESET) দিলে ফোনের সব তথ্যা ডিলিট হবে কেন? ফোনের অথেনটিক যে ডাটা ছিল তা সবই থাকবে। প্রথম ফোন কেনার সময় যেমন সুন্দর ছিল তেমন হয়ে যাবে। বরং তুই যে এই কদিনে ফোনের ভেতর আজেবাজে, ক্ষতিকর এ্যাপস, ডাটা ভরেছিলি সেই অপ্রয়োজনীয়, ক্ষতিকর এ্যাপস, ডাটাগুলো মুছে যাবে।

ড. মুহাম্মদ ইউনুস রিসেট বাটন চাপতে চেয়েছেন, সেটার অর্থ আমাদের অথেনটিক মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বকে মুছে ফেলা নয়। বরং আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা- সার্বভৌমত্বের নামে যে অপ্রয়োজনীয়, মিথ্যাচারের নকল ইতিহাস রচনা করা হয়েছে তা মুছে দিতে চেয়েছেন। আপনি যদি সত্যিকারের দেশপ্রেমিক হন, তাহলে আপনাকে অবশ্যই ড. মুহাম্মদ ইউনূসের এই পদক্ষেপকে স্বাগত জানাতে হবে। আর যদি আপনি দল আর ব্যক্তিপূজারী হন তাহলে আপনার খারাপ লাগারই কথা।

১১৩ পঠিত ... ১৬:২৭, অক্টোবর ০৯, ২০২৪

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top