শায়েখ আহমাদুল্লাহ, আপনি কি দায় নেবেন?

৭১৯ পঠিত ... ১৭:৪৬, সেপ্টেম্বর ২৮, ২০২৪

40

লেখা: পারভেজ আলম

আহমাদুল্লাহ সাহেব দেখলাম কোনো নাম উল্লেখ না করে এবং কোনো প্রমাণ ছাড়াই একটা পুরো কমিটির বিরুদ্ধে ধর্মবিদ্বেষের অভিযোগ আনলেন ফেসবুকে। লাখো মানুষের কাছে এই অভিযোগটি পৌঁছে যাচ্ছে।

বাংলাদেশের প্রেক্ষিতে ‘ধর্মবিদ্বেষী’ তকমাটি বিপদজনক। শব্দটির অর্থ পরিষ্কার নয়। সামাজিক অথরিটি সম্পন্ন একজন আলেম যখন এ ধরনের একটি তকমার ব্যবহার করেন, তখন অনেকের কাছে তা একটি ধর্মীয় মত বলে মনে হওয়া স্বাভাবিক। আহমাদুল্লাহর ভক্তদের কয়জন ধর্মবিদ্বেষী কথাটাকে সেকুলার অর্থে পাঠ করবেন বলে মনে করেন?

জনাব আহমাদুল্লাহ বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ও প্রভাবশালী আলেমদের একজন। উপযুক্ত ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই কারও বিরুদ্ধে ধর্মবিদ্বেষের অভিযোগ আনার মাধ্যমে তিনি একটি চূড়ান্ত রকম ইরেসপন্সিবল কাজ করেছেন। পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটির কারও বিরুদ্ধে তার কোনো অভিযোগ থাকলে ধর্মবিদ্বেষ কথাটির অর্থ পরিষ্কার করে এবং উপযুক্ত ব্যাখ্যা সহকারে তা পেশ করতে পারতেন। তিনি তা করেন নাই। ফলে একরকম গোটা কমিটিকেই তিনি ধর্মবিদ্বেষের অভিযোগে অভিযুক্ত করেছেন। উগ্রপন্থীরা যদি তার মতো একজন আলেমের দ্বারা ব্যবহৃত এই ধর্মবিদ্বেষ কথাটিকে মুশরিক অর্থে ব্যাখ্যা করে, তার দায় কি তিনি নেবেন? 

বাংলাদেশে ধর্মবিদ্বেষী, মুশরিক ইত্যাদি তকমা দিয়ে মানুষকে হত্যাযোগ্য হোমো স্যাকেরে পরিণত করার ঘটনা তো বহুবার ঘটেছে। এই কমিটির কেউ যদি ভবিষ্যতে কোনো রকম হামলার শিকার হয়, তার দায় কি আহমাদুল্লাহ নেবেন?

৭১৯ পঠিত ... ১৭:৪৬, সেপ্টেম্বর ২৮, ২০২৪

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top