ফেক নিউজের জন্য যমুনা টিভির টেমপ্লেট এত জনপ্রিয় কেন?

১৫৫ পঠিত ... ১৮:১০, সেপ্টেম্বর ১৫, ২০২৪

37

ভারতের জন্য গোপনে লাগেজ ভর্তি ইলিশ নিয়ে যাচ্ছে শান্ত-মিরাজরা; যমুনা টিভি

খবরটা দেখে একটু চমকেই উঠেছিলাম। যে ইলিশ ভারতে রপ্তানী করা নিষিদ্ধ সেটা কিনা জাতীয় দলের খেলোয়াড়রা লাগেজে করে নিয়ে যাচ্ছে। পরে যমুনা টিভির ফেসবুক পেজে গিয়ে দেখি ওরা আসলে এমন কোনো নিউজই প্রকাশ করেনি। 

বেশ কিছুদিন ধরে যমুনা টিভি তাদের ফেসবুকে কোন কোন খবর তারা প্রকাশ করেনি, সেটা জানিয়ে পোস্ট দিতে হচ্ছে। তারা যতগুলা পোস্ট দেন তার চেয়ে বেশি ফেক নিউজ বোধ হয় তাদের নামে ছড়ানো হয়।

ফেসবুকে বাংলাদেশের অনেক প্রভাবশালী নিউজ পেপারের নামে ফেক নিউজ ছড়ানোর বিষয়টা নতুন না। ইদানিং যমুনা টিভির নামে ফেক নিউজ ও গুজব ছড়ানো হচ্ছে সবচেয়ে বেশি।

 

জুলাই আগস্টে স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেশের অনেক টেলিভিশন চ্যানেল যে সময়টায় মুখে কুলুপ এঁটে বসে ছিল, তখন যমুনা টেলিভিশন কুড়াচ্ছিল ভূয়সী প্রশংসা। যমুনা টিভির সাংবাদিকরা মাঠের বাস্তবতা তুলে ধরার কারণে গণমানুষের প্রিয়পাত্র বনে যান সেই সময়ে। গুরুত্বপূর্ণ সব খবরের পোস্ট দেওয়ার কারণে যমুনা টিভির ফেসবুক পেজের জনপ্রিয়তাও তুঙ্গে উঠে যায় রাতারাতি।

যমুনা টিভির ঠিক এই জনপ্রিয়তাকে কাজে লাগাচ্ছে এক গোষ্ঠী। ফেসবুকে যমুনা টিভি যে টেমপ্লেট ব্যবহার করে পোস্ট দেয়, সেই টেমপ্লেট ব্যবহার করে বেশ অনেক দিন ধরেই ফেক নিউজ ছড়ানো হচ্ছে। প্রথম দেখায় যে কেউ বিশ্বাস করার মতো করেই বানানো হয় এসব ফেক নিউজ। বাড়তি শক্তি হিসেবে কাজ করে যমুনা টিভির লোগো সংবলিত টেমপ্লেটখানা।

চায়ের দোকানে আলাপে আলাপে আলোচনা যখন বাস্তবতার বাইরে চলে যেতে থাকে, তখন যেন রেফারেন্স হিসেবে যমুনা টিভির নামটাই প্রথমে আসে। সবার একটা কথাই থাকে যে, যমুনা টিভির পেজ থেকে এসব 'অবাস্তব ও উদ্ভট নিউজ’ দেখে বিশ্বাস করে ফেলেছেন।

যেকোনো গুজবে কিংবা ফেক নিউজের সাথে যমুনা টিভিকে সংযোগ করার পেছনের কারণ জানতে চাওয়া হলে বিশেষজ্ঞ মহল বলছেন, আন্দোলনের সময় যমুনা টিভির পপুলারিটিকে কাজে লাগিয়ে অনেকেই ইচ্ছা করে কিংবা মজা করার জন্য এমনভাবে টেমপ্লেটগুলো ব্যবহার করছে।

 

১৫৫ পঠিত ... ১৮:১০, সেপ্টেম্বর ১৫, ২০২৪

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top