যে কারণে কোহলির চেয়ে আমাদের ক্রিকেটাররা ভালো

২৪৪ পঠিত ... ১৭:৫০, জুন ৩০, ২০২৪

10 (10)

ভিরাট কোহলি কতবড় স্বার্থপর চিন্তা করেন। বিশ্বকাপটা জিতেই অবসরের ঘোষণা দিয়ে দিয়েছে। শুধুমাত্র একটা বিশ্বকাপের জন্যই তাহলে ও ক্রিকেট খেলতো? খেললে না হয় একটু পরিশ্রম হতো। সে পরিশ্রমকে তো মেনে নিতে হবে, তার আগেই অলসের মত অবসর ঘোষণা দিয়েছে। ক্রিকেটের প্রতি, দেশের প্রতি তাহলে ওর এই কমিটম্যান্ট! খুব হতাশ হলাম।

অথচ আমাদের খেলোয়াড়দের দেখেন, সিনিয়র একেকজনের এক পা করে কবরে চলে গেছে, তাও তো ব্যাটটাকে আঁকড়ে ধরে ক্রিকেটেই পড়ে আছে। দিনের পর দিন এই ক্রিকেট নিয়ে পরিশ্রম করে যাচ্ছে। অনেকে এমপি হয়েছে, তবু ক্রিকেট ছাড়েনি। ফিটনেস বলতে কিছু ছিলো না অনেকের, তবু শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে লড়ে গেছে ২২ গজের পিচে। লড়ে যাবে শেষ নিশ্বাস পর্যন্ত। হাঁটুর মধ্যে ৭০টা সেলাই নিয়েও মাঠে লড়ে গেছে কেউ কেউ। বিজ্ঞাপন আর ব্যবসার শত ব্যস্ততা ছিলো, এতশত ব্যস্ততার মাঝেও ক্রিকেটের জন্য সময় বের করতে ভুলেনি আমাদের ক্রিকেটাররা।

একেই বলে ডেডিকেশন, একেই বলে ক্রিকেটের প্রতি-দেশের প্রতি কমিটমেন্ট।

বিরাট কোহলির মত সামান্য অফফর্মকে ভয় পায় না আমাদের ক্রিকেটাররা। দিনের পর দিন অফফর্মও তাদের কখনও টলাতে পারবে না। ক্রিকেটটাই তাদের কাছে জীবনের সব। জীবনের শেষদিন পর্যন্ত তারা ক্রিকেট খেলে যাবেন। অবসর নিবে ভিরাট কোহলির মত স্বার্থপর, অলস, হতাশ আর নিরাশ ক্রিকেটাররা।

২৪৪ পঠিত ... ১৭:৫০, জুন ৩০, ২০২৪

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top