কাল থেকেই ফেব্রুয়ারি শুরু চাঁদপুরে

১৮৬ পঠিত ... ১৬:৪৫, জানুয়ারি ৩০, ২০২৪

421306890_2095526387477657_268016016642761295_n

এক ভুয়া, অজানা এবং অসত্য তথ্যের মাধ্যমে জানা গিয়েছে, বাংলাদেশে আগামীকাল ৩১ জানুয়ারি ২০২৪ পালিত হলেও, বাংলাদেশরই অন্তর্ভুক্ত শাখা প্রদেশ চাঁদপুরে কাল থেকেই পালিত হবে শত অপেক্ষার অবসান ঘটিয়ে আসা ফেব্রুয়ারি মাস। জি, ঠিকই পড়েছেন। আগামীকাল চাঁদপুরের ঘরে ঘরে বয়ে যাবে আনন্দের জোয়ার, ফেব্রুয়ারি মাস আসার আনন্দ। আমাদের ক্যালেন্ডার জুড়ে কালও জানুয়ারি ঝুলে থাকলেই চাঁদপুরের ক্যালেন্ডারে ঝুলবে ফেব্রুয়ারি।

এ বিষয়ে চাঁদপুরের এক বড় ভাই জানালেন, ‘আমরা চাঁদপুরের মানুষ। আমাদের চিন্তাভাবনা, চালচলন সবই আপনাদের থেকে আলাদা। আমরা আপনাদের ৩১ ডিসেম্বরেই আমাদের নিউ ইয়ার শুরু করেছিলাম, সেই হিসাবে আমাদের ফেব্রুয়ারি মাসও শুরু হতে যাচ্ছে কাল থেকে। আমরা বাংলাদেশের নিয়মে চলি না। আমরা চলি সৌদির নিয়মে। আমাদের আকাশে আজ রাতেই ফেব্রুয়ারির চাঁদ দেখা যাবে।’

ফেব্রুয়ারির চাঁদ দেখা যাওয়া প্রসঙ্গে চাঁদপুরের আরেকজন বললেন, ‘জানুয়ারি মাসটা খুবই প্যারা দিছে! একটা মাস এতটা লম্বা কীভাবে হতে পারে আমার কোনো ধারণা নেই! আজকে ফেব্রুয়ারির চাঁদ দেখা গেলে আমি আশেপাশে মিষ্টি বিতরণ করব। জানুয়ারিকে বিদায় দেয়ার মিষ্টি!’

১৮৬ পঠিত ... ১৬:৪৫, জানুয়ারি ৩০, ২০২৪

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top