শুধু রিপাবলিকান বা ডেমোক্রেট নয়, যুক্তরাষ্ট্রের নির্বাচনে আওয়ামীলীগ জিতে যাওয়ার সম্ভাবনাও দেখছেন অনেক রাজনীতি বিশ্লেষক। তারা বলছেন, জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় নির্বাচনে আওয়ামীলীগের যে জয়জয়কার সেটা আন্তর্জাতিক নির্বাচনে দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
বাংলাদেশের সাবেক এক নির্বাচক কমিশনার বলেন, 'দেখেন, রাজনীতিতে কখন কী হয় বলা যায় না। দেখা যাবে ভোট হচ্ছে হাতি আর গাধা মার্কার। কিন্তু ফলাফল ঘোষণার পর দেখা যাবে জিতে গেছে নৌকা।'
'এটা কীভাবে সম্ভব' এই প্রশ্ন করলে তিনি বলেন, 'বাংলাদেশের আকাশের রঙ নীল, আমেরিকার আকাশের রঙও নীল, ঠিক কিনা? বাংলাদেশের আকাশে যে চাঁদ উঠে, আমেরিকার আকাশেও একই চাঁদ উঠে, ঠিক কিনা? বাংলাদেশের আকাশে যে সূর্য দেখা যায়, আমেরিকার আকাশেও দেখা যায় সেই একই সূর্য, ঠিক কিনা?'
প্রতিবেদক হ্যাঁ-সুচক মাথা নাড়লে তিনি বলেন, 'আমেরিকার নীল আকাশে একই চাঁদ-সূর্য উঠতে পারলে, নির্বাচনে নৌকা মার্কা জিততে সমস্যা কোথায়?'
তিনি আরো বলেন, 'আমেরিকায় শত শত নদী আছে। এইসব নদীতে তো বাংলাদেশের মতো নৌকাই চলে। নদীতে নৌকা চলতে পারলে নির্বাচনেও চলতে পারে।'
এ ব্যাপারে বাংলাদেশের ক্ষমতাসীন দলের এক রাজনীতিবিদের মতামত জানতে চাওয়া হলে তিনি প্রতিবেদককে পালটা প্রশ্ন করেন, 'বাংলাদেশের সাথে আমেরিকার সময়ের ব্যবধান কতো?'
প্রতিবেদক উত্তর দেন, '১২ ঘন্টা।'
সেই রাজনীতিবিদ বলেন, 'তার মানে আমেরিকায় যখন দিনের বেলা নির্বাচন হবে বাংলাদেশে তখন গভীর রাত, তাই না?'
এসবের সাথে নৌকা মার্কা জেতার সম্পর্ক কী, জানতে চাইলে তিনি আবার বলেন, 'রাতের নির্বাচনে কী হয় না হয় ঠিক আছে?'
এরপর প্রতিবেদক যা বুঝার বুঝে নেন।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন