পাত্রীর এমন কোনো গুণ থাকলে কখনোই পাত্রের কাছে লুকাবেন না

১৪৫৩ পঠিত ... ১৬:২০, জুলাই ০৫, ২০১৮

- ভাই, আপনার ভালোর জন্য বলছি, বিয়েটা করেন।

- মেয়ে পছন্দ হয় নাই বললাম তো, বিয়ে করবো কেন?

- কারণ আছে।

- কী কারন বলেন?

- মেয়ের নামে গুলশান বনানীতে তিনটা এ্যাপার্টমেন্ট আছে।

- তো? এ্যাপার্টমেন্ট থাকলে বিয়ে করতে হবে?

- মেয়ের আপন মামা সেনাবাহিনী প্রধান, মেয়ের আপন চাচা বাংলাদেশ ব্যাংকের গর্ভনর।

- হোক, মেয়েকে ভাল লাগেনি বললাম তো।

- মেয়ের মা টিভি রেডিওতে নিয়মিত গান গায়, মিডিয়াতে সবাই এক নামে সম্মান করে।

- করুক।

- মেয়ের বাবা নাসায় জব করেন। নাসা নামের যে গার্মেন্টস আছে, সেইখানে না, আসল নাসায়।

- করুক।

- বাবা মায়ের একমাত্র মেয়ে, সমস্ত সম্পত্তির একমাত্র ওয়ারিশ।

- ভাই, এতক্ষণে বুঝা উচিত, আমি লোভী না।

- আসল কথাটা এখনো বলি নাই, বলতে চাই নাই আসলে।

- আসল কথাটা বলে বিদায় নেন।

- মেয়ের খালাতো ভাই ছাত্রলীগ করে। মেজাজ চড়া, যদি শুনে আপনি তার বোনকে বিয়ে করতে রাজি না তাহলে...

- ছাত্রলীগ করে? আগে বললেই তো হতো। এতক্ষণ শুধু শুধু বেয়াদবি করাইলেন। উনি জানতে পারলে কী ভাববেন? কবে, কোথায় বিয়ে করতে হবে?

১৪৫৩ পঠিত ... ১৬:২০, জুলাই ০৫, ২০১৮

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top