জুলাই শব্দটি আমাদের জীবনের সাথে মিশে গেছে। শব্দটা দেখলে বা শুনলে দেশের প্রতিটি মানুষের মনে ভেসে ওঠে কিছু দৃশ্য। রিকশার পাদানিতে শহীদ নাফিসের নিথর দেশ, পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে যাওয়া আবু সাঈদ, পুলিশের এপিসির উপর পড়ে থাকা শহীদ ইয়ামিন, কিংবা ছাদে ঘুরতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হওয়া রিয়া গোপ—এমন হাজার হাজার নাম, হাজার হাজার দৃশ্য আমাদের মানসপটে থেকে যাবে শতাব্দির পর শতাব্দি।
জুলাই অভ্যুত্থানের এমন অনেক ঘটনা নিয়ে দেয়ালচিত্র স্থান পাচ্ছে সারাদেশের বিভিন্ন দেয়ালে দেয়ালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকার দেয়ালে আঁকা এমন কিছু গ্রাফিতির ছবি তুলেছেন শামায়েল রহমান। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সারাদেশের দেয়াল থেকে শুরু করে মনের দেয়াল—জুলাই থাকুক সবখানে।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন