যে কারণে মুরগির খামারে একটা নতুন মোরগও টেকে না!

৮৭৯১ পঠিত ... ২২:৫৪, নভেম্বর ১১, ২০১৯

এক লোকের খামারে অনেকগুলো মুরগি হয়ে গেছে, কিন্তু মোরগ কেবল একটাই, তাও বুড়ো হয়ে গেছে। একটার পর একটা মোরগ আনা হচ্ছে, একটাও টেকে না।

অতঃপর একদিন শততম মোরগটা আনা হলো, একটু ইয়াং দেখে! মোরগটা বেশ এগ্রেসিভ, এসেই বুড়া মোরগকে বললো, 'চাচা মিয়া, সাইডে যান, যা করার আমি একলাই করবো।'

বুড়া মোরগ বললো, 'বাবা, আমার বয়স হয়েছে, অবসরে তুমি না বললেও যাবো। শুধু একটা রিকোয়েস্ট রাখো। আমি সব টেকনিক, কোন মুরগির কী পছন্দ সব তোমারে বলে দেবো।'

: জলদি কন, সময় দশ সেকেন্ড। আমাকে কাজে নামতে হবে।
: আমার জীবনের শেষ ইচ্ছা, আমি একটা দৌড় দেবো, তুমি দৌড়ায়ে আমারে ধরবা!

এই বলে বুড়া মোরগ দিলো দৌড়! ইয়াং মোরগ ভাবলো, এটা কি কোনো বিষয় নাকি! সে সঙ্গে সঙ্গে দৌড় দিলো বুড়া মোরগের পেছনে।

ঠিক তখনই, কোত্থেকে কী, ধুম করে মালিক গুলি করে ইয়াং মোরগটারে মেরে ফেললো। মেরে নিজে নিজেই আফসোস করে বললো, 'শালা আনি মুরগির জন্য, আর এরা সবগুলা দৌড়ায় এই বুড়া মোরগটার পিছে...'

৮৭৯১ পঠিত ... ২২:৫৪, নভেম্বর ১১, ২০১৯

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top