জাতীয় সঙ্গীত শুনে কান্নায় ভেঙে পড়া সেই মেয়েটিকে মনে আছে কি?

৭৪৯ পঠিত ... ২১:২৪, ডিসেম্বর ০৭, ২০১৯

এসএ গেমসে সোনা জিতে জাতীয় সংগীতের সুরে আবেগী হয়ে পড়েছিলেন মাবিয়া আক্তার। পদক বিতরণের সময় লাল-সবুজ পতাকাটি যখন ধীরে ধীরে ওপরের দিকে উঠছিল, পতাকার দিকে তাকিয়ে স্যালুটের ভঙ্গি করে অঝোর ধারায় কেঁদেছিলেন তিনি। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ভাইরাল হওয়া সেই দৃশ্য এখনও চোখে ভাসে অনেকেরই। ২০১৬ সালে শিলং-গুয়াহাটিতে সেবার ৬৩ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ১৪৯ কেজি তুলে সোনা জিতেছিলেন মাবিয়া।

 

আজ (৭ নভেম্বর) কাঠমান্ডু-পোখারার এসএ গেমসে মেয়েদের ভারোত্তোলনে ৭৬ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচে ৮০ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১০৫ কেজি, মোট ১৮৫ কেজি ওজন তুলে সোনা পেয়েছেন মাবিয়া। পর পর দুই গেমসে ভারোত্তোলনে স্বর্ণপদক জিতলেন তিনি। এবারের আসরে বাংলাদেশের হয়ে ৫ম স্বর্ণপদক এটি।

স্বর্ণবিজয়ী মাবিয়াও করেছেন গতবারের স্মৃতিচারণা, 'গতবারের তুলনায় এবার প্রতিযোগিতা অনেক ছিল। আপনারাও দেখেছেন শ্রীলঙ্কার প্রতিযোগী আমার কাছ থেকে বের হয়ে গিয়েছিল। পরে আমি লিড নিয়ে বের হয়েছি। এবার আসলে টেনশনটা বেশি কাজ করেছে। কেননা, গতবার আমি একেবারে নতুন মুখ ছিলাম। আমার ওপর তেমন কোনো দায়িত্ব ছিল না, এবার দায়িত্ব বেশি ছিল। সব কিছু মিলিয়ে আমি বলব যে প্রতিদ্বন্দ্বিতা বেশি হয়েছে এবার।'

এবারের জয় কেন কঠিন ছিল, সে ব্যাপারে আরও বললেন তিনি, '২০১৬ সালে খেলেছি ৬৩ কেজিতে। প্রায় চার বছর আগে। এই চার বছরে আমার শরীর বদলেছে। আমি ধাপে ধাপে ওজনের সঙ্গে মানিয়ে নিয়েছি। এই ওজন শ্রেণিতে কিছু গেমসও খেলেছি। শরীরের বৃদ্ধি স্বাভাবিক ব্যাপার।'

৭৪৯ পঠিত ... ২১:২৪, ডিসেম্বর ০৭, ২০১৯

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top