ভিপিএন দিয়ে চোখের পলকে সারা বিশ্বে ভ্রমণ করছে বাংলাদেশের মানুষ। ব্যাপারটি বাংলাদেশের মানুষ বেশ 'এঞ্জয়' করলেও মেনে নিতে পারেননি বিশ্ব পরিব্রাজক হিসেবে পরিচিত ইবনে বতুতা। বাংলাদেশের জনগণের প্রতি জেলাস বতুতা আফসোস করে বলেন, ‘আমার সময়ে ভিপিএন থাকলে কষ্ট করে এত দেশ ঘুরতাম না।’
সে যুগে প্লেন তো দূরের কথা, বাস-ট্রেন এসব কিছুই ছিল না। পায়ে হেঁটে, ঘোড়ায় চড়ে কিংবা নদীপথে অনেক বিপদসংকুল রাস্তা পাড়ি দিয়ে বিশ্বভ্রমণ করেছেন বতুতা। ভিপিএন থাকলে মুহুর্তেই ঘুরতে পারতেন ইউরোপ-আমেরিকা। তাই আফসোস তিনি করতেই পারেন। তবে আফসোসের পাশাপাশি বাংলাদেশের প্রশংসাও করেন তিনি। ফেসবুক বন্ধ করে দিয়ে ভিপিএন-যানে করে বিদেশ ভ্রমণের এই সুযোগকে বাংলাদেশের ট্রাভেল ফ্রেন্ডলি মনোভাব বলে আখ্যায়িত করে তিনি বলেন, ‘কোনো রাতে সুযোগ পেলে এই সরকারকে নিজের মূল্যবান ভোটগুলো দিতে চাই।’
ভিপিএনের যুগে ফিরে এসে আর পৃথিবীর ঘুরতে পারবেন না বতুতা। তবে আবার পৃথিবীতে আসার সুযোগ থাকলে বাংলাদেশের নাগরিক হয়েই জন্ম নিতে চান। আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, ‘যেবার বাংলাদেশে গেলাম, সেবার ফিরে আসাটা ঠিক হয়নি আমার। যে দেশের সরকার এত ট্রাভেল ফ্রেন্ডলি সে দেশ তো আমাদেরই দেশ।’
বিশ্বভ্রমণের পাশাপাশি ভিপিএনে মহাকাশ ভ্রমণের সুযোগ আছে কি না জানতে চান তিনি। তিনি বলেন, ‘সেই সময় নাসা-স্পেসএক্স এসবও ছিল না। ভিপিএনে যদি মঙ্গল টঙ্গলে যাওয়া যায়, জানাবেন প্লিজ। মহাকাশ ভ্রমণের ইচ্ছাটা এখনও আছে।’
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন