বিদ্যানন্দ আপনারাও প্লিজ এগিয়ে আসেন গাছ লাগানো কর্মসূচিতে।
তাশরিফ খান ভাই দুবাই থেকে প্লিজ ফিরে আসুন, চারা গাছ কেনার জন্য টাকা তুলতে হবে।
ব্যারিস্টার সুমন ভাই, সিলেটের গাছ লাগানো ক্যাম্পেইনটা আপনি হাতে নিন প্লিজ।
আরাভ খান ভাই, একসাথে ৩০ লক্ষ গাছ লাগানোর ঘোষণা দিয়ে আমাদের পাশে থাকুন।
হিরো আলম ভাই, গাছ লাগানোর থিম সং লেখা ও এর মিউজিক ভিডিওটা করার দায়িত্ব আপনি নেন।
ফারাজ করিম চৌধুরী ভাই, ইসলামি শরিয়াহ মেনে গাছ লাগানোর দায়িত্বটা আপনাকেই নিতে হবে।
ছাত্রলীগের ভাইয়েরা, ধান কাটা কর্মসূচী মনে করে গাছ কেটে ফেলবেন না, এটা গাছ লাগানো কর্মসূচি। একটু খেয়াল রাখবেন প্লিজ।
অর্নবদা, প্লিজ এবার কোক স্টুডিও বাংলার দ্বিতীয় গানটা গাছ লাগানো নিয়ে করুন।
প্রিয় ছাত্রলীগ, আপনারা এই চান্সে গাছ লাগানোর কথা বলে বুয়েটে ঢুকে যেতে পারেন।
তাহসান-মিথিলা আপনারা আবারও গাছ লাগানোর জন্য অভিমান ভুলে এক হয়ে যান।
প্রিয় নগদ, মুশফিক-মাহমুদুল্লাহ-মিরাজ-তামিমকে দিয়ে আপনারা একটা গাছ লাগানো কর্মসূচি হাতে নিন।
বার্জার পেইন্টস, আপনারা তো আর গাছ লাগাতে পারবেন না, আপনারা ঘোষণা দেন, এই গাছগুলো বড় হলে আপনারা কার্টুনিস্ট দিয়ে রঙ করে দেবেন।
প্রিয় মোজো কম্পানি ঘোষণা দিন, এক লিটার মোজো কিনলে ১ টাকা দেয়া হবে চারা গাছ কেনার জন্য।
মিঠামইনের রাস্তায় গাছ লাগিয়ে বিশ্বরেকর্ড করার দায়িত্বটা আপনারা ছাড়া আর কে কাঁধে নেবে? এত চওড়া কাঁধ কি কারও আছে?
সালমান মুক্তাদির ব্রো, রাফসান গাছ লাগানোর ঘোষণা দিয়েছে দিক। আপনি প্লিজ গাছ লাগাতে আসবেন না। মানুষ ভুল বুঝতে পারে।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন