জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে যে ফ্যাক্টগুলো জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরাও জানেন না...

১৯৫০ পঠিত ... ১৪:৫৯, জানুয়ারি ১৫, ২০২২

janbibi-fact

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় ৫২ বছর আগে৷ দেশের একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ও এটি। জাহাঙ্গীরনগর সম্পর্কে এই ফ্যাক্টগুলো আপনারা সবাই জানেন৷ তবে, এই ফ্যাক্টগুলো ছাড়াও আরো মজার ১০টি ফ্যাক্ট খুঁজে বের করেছেন ইমরান শাহরিয়ার নামে জাহাঙ্গীরনগরের এক গবেষক। যে ফ্যাক্টগুলো স্বয়ং জাহাঙ্গীরনগরের অনেক শিক্ষার্থীরাও জানেন না৷

১# ঢাকার মধ্যে রিজনেবল প্রাইসে ঘুরে আসার মতো একটি রিসোর্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অনেকে একে আদর করে 'জাহাঙ্গীরনগর ইকোপার্ক' নামেও ডাকে।

২# কবি নির্মলেন্দু গুণ একবার জাহাঙ্গীরনগরে ঘুরতে এসেছিলেন। ঘুরে টুরে বাসায় যাওয়ার পরই তিনি লিখেছেন তার সেই বিখ্যাত কবিতা, 'তোমার চোখ এত লাল কেন।'

৩# এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্ভিদ, পশু-প্রাণীর কথা বুঝতে পারে৷

৪# জাহাঙ্গীরনগরের বাইরের প্রেমিক/প্রেমিকাদের রিলেশনের পর একটাই স্বপ্ন থাকে, প্রথম ডেটটা জাহাঙ্গীরনগরে করার।

৫# ভর্তি হওয়ার পরপরই এইখানকার শিক্ষার্থীদের প্রত্যেককে ডিপার্টমেন্ট থেকে একটি করে বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড 'উপহার' দেওয়া হয়।

৬# এইখানে পড়লে মেয়েদের বিয়ে হয় না। তারা সারাজীবন চিরকুমারী থেকে যায়।

৭# এইখানকার শিক্ষার্থীরা প্রতি সন্ধ্যায় মহাকাশ ভ্রমণে বের হয় এবং ভ্রমণ শেষে একই রাতে আবার পৃথিবীতে ফিরে আসে।

৮# পৃথিবীর সব শিক্ষার্থীরাই এইখানে চান্স পায়, কিন্তু পরিবেশ ভাল না বলে কেউই এইখানে ভর্তি হয় না।

৯# অভিনেতা হুমায়ুন ফরিদী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়েছেন৷ পরে তিনি সুবর্না মোস্তফাকে বিয়ে করেন৷ একবার সুবর্না মোস্তফা ও হুমায়ুনের খুব ঝগড়া হয়৷ পরদিন সকালে হুমায়ুন ফরিদি কী করেছেন সেটা আপনারা সকলে জানেন। নতুন করে জানানোর কিছু নেই৷

১০# বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র জাহাঙ্গীরনগর হলো স্ত্রী লিঙ্গ৷ কারণ সে জানবিবি৷

১৯৫০ পঠিত ... ১৪:৫৯, জানুয়ারি ১৫, ২০২২

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top