কী কী বৈশিষ্ট্য প্রমাণ করবে যে আপনি বিরাট কোহলি?

৯৩ পঠিত ... ১৬:১৩, জানুয়ারি ০৫, ২০২৫

9 (6)

আইডিয়া: মাহবুবা শারমিন কলি

কখনও কি শুয়ে, বসে, উপুড় হয়ে, আনমনে, চেতনায় কিংবা অবচেতনে মনে হয়, আরে আমার জনপ্রিয়তা কেন বিরাট কোহলির মত নয়? কিংবা বিরাট কে রে? কতখানি বিরাট সে! তাহলে মিলিয়ে নিন, এমন হয়নি তো যে আপনিই বিরাট , আসলে কোহলি যিনি তিনি ভুয়া, ভুয়া, ভুয়া, ভুয়া।

 

১.⁠ ⁠আপনার মুড কি বেশিরভাগ সময়েই 'অফ' থাকে? হাসি-খুশি মুখ করেও আপনার মনে হয়, কেন হাসলাম! আমার মুড তো অফ ছিল? তাহলে বিরাট কোহলি হবার প্রথম ধাপ আপনি পার করে ফেলেছেন।

২.⁠ ⁠ডান দিকে পুকুর, আর বাঁ দিকে রাস্তা থাকলেও এই শীতে আপনার বাড়ি যাবার জন্য যদি পুকুরে ঝাঁপ দিতে ইচ্ছে হয় তবে আপনার বিরাট কোহলি হ‌ওয়া কেউ আটকাতে পারবে না।

৩.⁠ ⁠রাস্তায় চলতে চলতে সোজা পথ থেকে বিনা কারণে ৩০ ডিগ্রী এঙ্গেলে হঠাৎ‌ই বেঁকে গিয়ে আপনি কি পিলার বা গাছের সাথে ধাক্কা খান? শুধু ধাক্কাই না, আপনার অ্যাপল অফ আইস বের করে সাথে সাথে ঘাড়ের রগ ফুলিয়ে গাছ কিংবা পিলারকে ওর ভুল ধরিয়ে দেন? তবে ইউ আর দ্যাট মাইটি  GOAT, বিদ্যা!

৪.⁠ ⁠আপনার হাঁটাচলা, অঙ্গভঙ্গি, বেশভূষা কি চাঁটগাইয়ার ছেলে আরমান 'কোহলির' মত? আপনাকে দেখে কি সবাই তার সাথে তুলনা করে? তবে নিঃসন্দেহে আপনিই সেই ফ্যানবয় বিরাট কোহলি।

৫. খেলার মাঠে দুর্দান্ত নাচা, নাচ শেখানো, খোঁচা মেরে কথা বলা, ব‌উকে উড়ন্ত চুমা নিক্ষেপের পাশাপাশি বিরাট কোহলি ক্রিকেট ও খেলে! পারেন তো খেলতে?

৬.⁠ ⁠ঘাড়ের রগ আপনার কি সোজা? তাহলে কোহলি হবার পথে আপনি রেড ফ্ল্যাগ! রগ কতখানি বাঁকা তথা ত্যাড়া সেটার উপর নির্ভর করবে আপনার 'ইগো রেট'। এই রেটিং সন্তোষজনক পর্যায়ে না পৌছোলে ব্যাপারটার দুঃখজনক! আপনি আর কোহলি হতে পারবেন না।

৭.⁠ ⁠আপনার 'মেশিন' কতটা ফাস্ট? আরে, পদযুগলের কথা বলছি। আপনার দৌড়ের স্পিডের জন্য যদি 'রান মেশিন' উপাধি না ই পান তবে আর খেয়েদেয়ে কাজ নেই, রিল দেখুন।

৮.⁠ ⁠দেখুন তো মনে করতে পারেন কিনা? আহা দেখুন না একটু চেষ্টা করে, আপনি 'শচীনের' রেকর্ড ভেঙেছিলেন কিনা? শচীন যেটায় নানান সাউন্ড রেকর্ড করতো, আপনি চেয়েছিলাম, দেয়নি। রাগ করে রেকর্ডটাই ভেঙেছিলেন কিনা মনে করুন! না ভাঙলে কোহলি হলেও বিরাট কোহলি আর হ‌ওয়া হচ্ছে না আপনার।

৯.⁠ ⁠আপনার কি মনে হয় না, ঘরের সব সুইচ 'অফ' থাকবে কিন্তু লাইট, ফ্যান, এসি, গিজার সব চলবে? চলবে মানে? অবশ্যই চলা উচিত। 'অফ' সাইডে দুর্বলতা মানেই সেটা 'অন' থাকবে না, এটা কেমন লজিক? ঠিক আপনার মনে এটাই যদি চলে তবে অভিনন্দন। কোন আনুশকা ছাড়াই আপনি বিরাট কোহলি প্রায় ৯৯.৯৯%, শুধু অফসাইডটা সাবধান।

১০.⁠ ⁠আমাদের মত আপনিও শুনেছিলাম আম্বানিদের বিয়েতে যাননি। যদি গোপনে গিয়ে থাকেন তবে মনে রাখবেন, আরমান কোহলি জানতে পারলে আপনাকে বিরাট কোহলি বলে আর স্বীকৃতি দেবে না।

৯৩ পঠিত ... ১৬:১৩, জানুয়ারি ০৫, ২০২৫

Top