নানা সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ভাবী সমাজ আবারও মাঠে নামছেন। বাংলাদেশে বিভিন্ন ঘটনায় যাদের কথা সবচে বেশি আলোচিত কিংবা সমালোচিত হয় তাদের মধ্যে ভাবী সমাজের নাম বেশ ওপরের দিকে থাকবে। দেশের ক্রান্তিকালে ভাবী সমাজের যে অবদান সেই অবদান অন্য কোনো সমাজেরই নেই। যখন সব অস্ত্রের খেলা শেষ হয়ে যায়, তখন ভাবী অস্ত্রের প্রয়োগ করে প্রতিপক্ষকে কুপোকাত করে ফেলে ভাই সমাজ।
ভাবী সমাজের সদস্যদের পরিচয় আমরা সবাই জানি। এই সমাজে গর্বিত মেম্বার শিশির ভাবী, তামিমা ভাবী, মিথিলা ভাবী, বুবলি ভাবী, অপু ভাবী, মন্ডি আর মিষ্টি ভাবী, দিশা ভাবী, লায়লা ভাবী সহ আরও অনেকেই। শোনা যাচ্ছে খুব শীঘ্রই ভাবী এসোসিয়েশন বাংলাদেশ নামে পরিচিতি এই সমাজে যোগ দেবেন রোজা আহমেদ। তাকে বরণ করে নেওয়ার জন্য চলছে প্রস্তুতি।
ভাবী সমাজের শিরোমনি শিশির ভাবী ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন, তাহসান ভাই এতদিন পর একটা কাজের কাজ করেছেন। রোজা আহমদকে আমাদের সমাজে অন্তর্ভুক্ত করার জন্য আমি এরইমাঝে অন্যান্য ভাবীদের পার্সোনালি ইনবক্স করেছি। সবাই সানন্দে তাকে সমাজে আমন্ত্রণ জানাবে বলেছে।
কীভাবে তাকে বরণ করা যায় সেটার প্ল্যান করার জন্য আমরা আজ রাতেই জুম মিটিং-এ বসব।
তামিমা ভাবী সেখানে গিয়ে কমেন্ট করেছেন, ভাবী, কই আপনি আমাকে ইনবক্স করেননি তো। আপনি কি আমাকে ভাবী মানেন না? নতুন ভাবী পেয়ে আমাকে ভুলে গেছেন ভাবী? আপনি এমন করতে পারলেন ভাবী?
ক্যান্টনমেন্টের বর্ষীয়ান এক ভাবিকে নতুন ভাবী নিয়ে প্রশ্ন করলে তিনি আমাদের বলেছেন, চুপ করো বেয়াদব। এরকম ভাবী নিয়ে আমার কোনো মাথাব্যথা নাই।
ভাবী সমাজের বরণ অনুষ্ঠান নিয়ে উৎসবের আমেজ শুধু ভাবী সমাজেই সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়েছে পুরো সোশ্যাল মিডিয়ায়। ভাবী সমাজের সদস্য না হয়েও রোজাকে শুভেচ্ছা জানাচ্ছেন অনেকে। শিশির ভাবীর ঘোষণার পরপরই আরও অনেকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। ডায়েট কোক হাতে বুবলি ভাবী লাইভে এসে বলেছেন, ভাবী সমাজের জন্য আমার জীবনে অনেক ঝড়-ঝাপটা গেছে, কিন্তু এদের প্রতি আমার ভালোবাসা চিরন্তন। নতুন ভাবীকে বরণ করতে আমি একটা স্পেশাল প্ল্যান রেডি করেছি। রোজার জন্য আমাদের অসংখ্য ভালবাসা থাকবে।
অন্যদিকে, মন্ডি আর মিষ্টি ভাবী একটি ভিডিও আপলোড করে জানিয়েছেন, রোজা ভাবীর কোনো তুলনাই হয় না। তার যেমন রুপ তেমনি তার মেকআপ সেন্স। তার সৌন্দর্য দেখে দেশের অনেকে নিজেদের জ্ঞান হারাতে পারেন। এজন্য রোজা ভাবীকে কম কম করে ছবি আপ্লোড করতে বলেছেন তারা।
তবে এই আয়োজন নিয়ে তেমন একটা খুশি নন লায়লা ভাবী। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন: সবাই ভাবী হতে পারে না। কেউ একজনকে বিয়ে করলেই বুঝি ভাবী হয়ে গেলো? ভাবী হতে হলে কাঠখড় পোড়াতে হয়। তিনি কী করেছেন এমন?
এদিকে তাহসান ভাইকে শুভেচ্ছা জানাতে করা টুইটে দিশা ভাবী লিখেছেন, রোজা ভাবীর জন্য অসংখ্য চুমু চুমু চুমু থাকলো।
রোজা আহমেদের ক্লোজ ভাবী কারা হবেন এবং তিনি আদর্শ ভাবী হয়ে উঠতে পারবেন কিনা, তা সময়ই বলে দেবে।