সাথী খুঁজে পেলেন তাহসান; অভিনন্দন জানালো শিবির

২০৪ পঠিত ... ১৬:৫২, জানুয়ারি ০৪, ২০২৫

27

বছরের শুরুতে ছাত্রলীগ কামব্যাক না করলেও, এ বছরের সেরা কামব্যাক হয়তো তাহসান খানের। তার জীবনে শুরু হতে যাওয়া নতুন এক অধ্যায় সবার মনোযোগ কেড়ে নিয়েছে। পাঁচ বছর আগে মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর জনপ্রিয় এই সঙ্গীতশিল্পীর ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের কৌতূহলের শেষ ছিল না। তবে সেইসব প্রশ্নের জবাব যেন নিজের মতো করেই দিলেন তাহসান। সম্প্রতি রোজা আহমেদের সঙ্গে তার একটি ছবি ভাইরাল হয়েছে। আর এই ঘটনা নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে আলোচনার ঝড়।

ছবিটি দেখে তরুণ-তরুণীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এক তরুণী বলছেন, তাহসানের জন্য এতদিন সিঙ্গেল ছিলাম, আজ হঠাৎ রোজা কোথা থেকে এল? আবার অনেকেই মন্তব্য করেছেন, অবশেষে চাঁদের আলো খুঁজে পেলেন তাহসান। তবে যেটা সবচেয়ে আশ্চর্যের খবর, তাহসানের সাথী খুঁজে পাওয়া উপলক্ষে ছাত্র শিবিরের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক অভিনন্দন বার্তা।

শিবিরের আনভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এই শুভেচ্ছাবার্তা বলছে, সাথী ছাড়া জীবনে কোনো অগ্রগতি সম্ভব নয়। প্রত্যেক সফল মানুষের পেছনে একজন সাথী থাকে। তাহসান ভাইকে অভিনন্দন, তিনি তার সাথী খুঁজে পেয়েছেন। শিবিরের এই মন্তব্য ভাবাচ্ছে সবাইকে। অনেকে প্রশ্ন তুলেছেন, এর পেছনে কোনো গভীর রাজনৈতিক উদ্দেশ্য লুকিয়ে আছে কিনা।

কারও কারও ধারণা রোজা আহমেদ সাথী হয়ে তাহসানের ঘরে ঢুকবেন আজ, কয়েক মাস পর তিনি সাথী থেকে সেক্রেটারি হয়ে যাবেন, আর তাহসান হবেন সভাপতি, এজন্যই হয়তো শিবির তাকে শুভেচ্ছা জানাচ্ছে। 

শিবিরের এক সাবেক নেতা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, তাহসান ভাইয়ের সাথী খুঁজে পাওয়া নিয়ে আমরা খুবই আনন্দিত। তবে এটা স্পষ্ট করে বলা দরকার, রোজা আপু আমাদের কোনো পুরোনো সাথী কিনা, তা নিয়ে আমরা নিশ্চিত নই। যদি তিনি আমাদের সংগঠনে যুক্ত হয়ে থাকেন, তাহলে আমাদের পথচলায় তিনি আরও প্রেরণা যোগাবেন। তাহসান ভাইও হয়তো একদিন আমাদের সঙ্গে কাজ করবেন।

রোজা আহমেদ কে? এই প্রশ্ন এখন সবার মুখে মুখে। শিবিরের কিছু মহল দাবি করছে, রোজা দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে যুক্ত। তবে এই দাবির কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। আবার কেউ কেউ বলছেন, রোজা আদতে তাহসানের জীবন বদলের সাথী হলেও, তার রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই। তবে রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে, তাহসানের এই নতুন সম্পর্ক কি ভবিষ্যতে তাকে রাজনৈতিক অঙ্গনে নিয়ে আসবে?

এদিকে, তাহসানের ভক্তরা বলছেন, যাই করেন, তাহসান এবার ফাটিয়েই করবেন। দীর্ঘদিন ধরে তিনি যেভাবে একাকিত্বের গল্প গেয়েছেন, এবার তার গানগুলোতে হয়তো অন্যরকম রঙ আসবে। কারণ তিনি এবার গান লিখবেন তার সাথীর জন্য। 

 

 

২০৪ পঠিত ... ১৬:৫২, জানুয়ারি ০৪, ২০২৫

Top