বিটিভিতে যেবার আমি ইন্টারভিউ দিতে গেলাম

১৬৪৩ পঠিত ... ১৭:৩৪, ডিসেম্বর ১৭, ২০১৮

BTV থেকে লোকজন আসছে, ইন্টারভিউ নিবে।

চারজনের টিম, এদের মধ্যে স্যুট, টাই পড়া বস একজন, দুইজন ক্যামেরাম্যান, আরেকজন উঠতি বয়সের, কড়া মেকাপ দেওয়া নারী মডেল।

বস যিনি, আমার সাথে হাত মিলিয়ে পরিচয় হবার পর, পাশে দাঁড়ানো এক সিকিউরিটি গার্ডকে বললেন, ‘... তুমি এক কাজ করো, নুরুল ভাই কফির কাপ হাতে নিয়ে তোমার সামনে দিয়ে হেঁটে যাবে, তুমি আকাশ বাতাস কাঁপাইয়া ঠাস করে একটা সেলুট দিবা, এইটা ভিডিও করে রাখি, বাঙ্গালি পাবলিকের ভুং ভাং পছন্দ’।

অলংকরণ: রেহনুমা প্রসূন

‘... এইটা না করলে হয় না, কেমন যেনো বানানো লাগে’– ভদ্রলোকের আইডিয়া শুনে আমি রীতিমতো বিব্রত।

‘... আরে স্যার কী বলেন? আপনার ফ্যাক্টরিতে আদব কায়দা আছে, এইটা তোফায়েল সাহেব দেখতে চাইবে’।

‘... তোফায়েল সাহেব কে?’

‘কমার্স মিনিস্টার তোফায়েল সাহেব। নেন– কফির কাপে চুমুক দিতে দিতে হাঁটা শুরু করেন’।

হাঁটাহাঁটি ভিডিও হবার পর, আমার অফিস রুমে বসে ইন্টারভিউ শুরু হলো।

‘স্যার, ক্যামেরা অন হবার পর আপনি বলা শুরু করবেন’।

‘কী বলবো?’

‘বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে হোম টেক্সটাইলসের অবদান আর তাতে ইউনিলায়েন্স টেক্সটাইলসের ভুমিকা’।

আমি কিছুক্ষণ তবদা মেরে থাকলাম। ‘যেই লাইন বললেন, এইটার বাংলা কী?’

‘এইটাই বাংলা, একটু গুছাইয়া এইটা ঐটা বইল্যা দিয়েন, আর শেষে বর্তমান সরকারের ইতিবাচক ভুমিকা ক্লিয়ার করে দিবেন, এতটুকুই; পারবেন না? স্যার, আপনার পকেটে চিরুনি আছে?’

‘না তো, কেন?’

‘আমার চুলটা একটু আচড়াইয়া নিতাম, চুল এলেমেলো থাকলে আপনার ভাবী আবার রাগ করে, আমার ক্যামেরা ফেস ভালো, খালি এলেমেলো চুলটাই সমস্যা করে। এইটা নিয়া ডাইরেক্টর স্যার একদিন ডাক দিয়া বলছেন, আজিজ, তোমার এইটা চুল না বা* এইটাই বুঝলাম না, উনি লোক ভালো, কিন্তু মুখ খারাপ’!

১৬৪৩ পঠিত ... ১৭:৩৪, ডিসেম্বর ১৭, ২০১৮

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top