মৌলভীবাজারের আইসিবি ব্যাংকে বাজানো হবে মাশার 'টেকা পাখি' গান

১৪৯ পঠিত ... ১৫:২১, মে ১৮, ২০২৪

18

আইসিবি ব্যাংক মৌলভীবাজার শাখা প্রায় ১ থেকে দেড় মাস যাবত গ্রাহকদের চাহিদা মতো টাকা দিতে পারছে না। ১ লক্ষ টাকার চেক নিয়ে আসলে দিতে পারছে সর্বোচ্চ ১০ থেকে ২০ হাজার টাকা। অনেক গ্রাহক চেক নিয়ে এসেও ফেরত যাচ্ছেন খালি হাতে। বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবে গ্রাহকদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

তবে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা। নিজের ফেক আইডি থেকে গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি। পাশাপাশি ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারিদের এই সংকট মোকাবেলায় কিছু দিক-নির্দেশনাও দেন তিনি।

নিজের ফেক আইডি থেকে এই কর্মকর্তা জানান, মৌলভীবাজার আইসিবি ব্যাংকের এই শাখায় গায়িকা মাশা ইসলামের টেকা পাখি গানটা বাজানো হবে। কর্মকর্তা-কর্মচারিদের ইতোমধ্যে এমন নির্দেশনাই দেয়া হয়েছে। আশা করা হচ্ছে, টেকা ও পাখি তুমি উইড়া উইড়া আসো, উইড়া উইড়া আইসা তুমি আমার পাশে বসো—গানের এই চার লাইন বাজালেই আশপাশ থেকে টাকা চলে আসবে। ব্যাংকও গ্রাহকদের টাকা দিতে পারবে।

টেকা পাখি গানকে সাময়িক একটা সমাধান হিসেবে দেখছেন বাংলাদেশ ব্যাংকের এক সিনিয়র কর্মকর্তা। তিনি বলেন, আপাতত আমরা এই সমাধানেই যাচ্ছি। এটাকে বলতে পারেন ড্যামেজ কন্ট্রোল। তবে একটি স্থায়ী সমাধানের লক্ষে আমরা ব্যাংকে টাকা আসার দোয়া অনুসন্ধান চালাচ্ছি। আশা করছি, দোয়াটা খুঁজে পেলেই ব্যাংকে আর্থিক সংকট সমাধান হয়ে যাবে।

মৌলভীবাজার আইসিবি ব্যাংক ছাড়াও দেশের অন্য সকল আর্থিক সংকটে থাকা ব্যাংকগুলোতেও একই নির্দেশনা বহাল থাকবে। দোয়া খুঁজে পাওয়া পর্যন্ত আপাতত মাশার টেকা পাখি গান দিয়েই কাজ সারতে হবে।

গ্রাহকদের মাঝে আতঙ্ক সৃষ্টি করার জন্য ব্যাংকটির ম্যানেজার ও কর্মকর্তাদের প্রতি ক্ষোভও প্রকাশ করেন বাংলাদেশ ব্যাংকের এই সিনিয়র কর্মকর্তা। তিনি বলেন, এই কাদের ম্যানেজার বানিয়ে বসিয়ে রেখেছি! মডার্ন মিউজিকের খবর রাখে না। মডার্ন মিউজিকের খবর রাখলে তো আরও আগেই ব্যাংকে বড় স্পিকারে টেকা পাখি গান চালালেই হয়ে যেত।

১৪৯ পঠিত ... ১৫:২১, মে ১৮, ২০২৪

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top