বিকল্প নাই

১৫৫ পঠিত ... ১৭:৩৩, সেপ্টেম্বর ১৪, ২০২৪

23

লেখা: মো. রিফায়েত হোসাইন

আমাদের হোস্টেলের সদস্য সংখ্যা ৩২। শৃঙ্খলার স্বার্থে একজনকে ম্যানেজার বানানো হলো, বানানো হলো বললে আসলে ভুল হবে উনি নিজেই ম্যানেজারের পদ সিস্টেমে দখল নিলেন । পদটা তো আর মাগনা না, বেতন আছে, আলাদা রুম আছে, সাথে অন্যান্য সুযোগ সুবিধা ।

মাসে মাসে সবাই যে টাকা-পয়সা দেয়, সেই অনুপাতে বাজার সদাই করা হয়, ইন্টারনেট বিল, বিদ্যুৎ বিল, বাবুর্চি বিল প্রভৃতি দেওয়া হয়। ওমা। কিছুদিন পর দেখি ম্যানেজার বলা শুরু করেছে, আমি তোমাদের খাওয়াই-দাওয়াই। বেশি তেরি-মেরি করলে খাওন বন্ধ করে দেব, বিদ্যুৎ, পানি বন্ধ করে দেব। যাই হোক শেষমেশ বিক্ষুব্ধ হোস্টেলের সদস্যদের দৌড়ানি খেয়ে ম্যানেজার হোস্টেল ছেড়েই পালাল।

সবাই মিলে শলাপরামর্শ করে নতুন একজন তত্ত্বাবধায়ক নিয়োগ দিলেন। নতুন তত্ত্বাবধায়ক হোস্টেলের সদস্যদের জন্য বাজার করতে গিয়ে জানলেন, দোকানদারের কাছে আগের ম্যানেজারের লাখ লাখ টাকা বাকি। তারা নতুন করে সদাই দেবেন না। পরদিন বিদ্যুৎ বিভাগের লোকজন আসলো হোস্টেলে বিদ্যুৎ লাইন কেটে দেওয়ার জন্য। বিদ্যুতের লোকজন জানাল, আগের অনেক বিল বকেয়া। সেসব শোধ না করলে বিদ্যুৎ মিলবে না৷ হোস্টেলের সদস্যরা এখন খেয়ে না খেয়ে আধা পেটে অন্ধকার জীবনযাপন করছেন। ওদিকে ঘুটঘুটে অন্ধকার থেকে সাবেক ম্যানেজারের চ্যালা চামুণ্ডা এই বলে, হুঁক্কা হুয়ো রব তুলছে, আগেই ভালো ছিলাম, বলছিলাম না, উনার কোনো বিকল্প নাই!

 

১৫৫ পঠিত ... ১৭:৩৩, সেপ্টেম্বর ১৪, ২০২৪

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top