আইরিশ সাহিত্যিক জর্জ বার্নার্ড শ-এর ১০+টি মজার উক্তি

৮৯০০ পঠিত ... ২১:৪৯, জুন ২৬, ২০২১

george barnard shaw

১# মনকে পরিষ্কার এবং উজ্জ্বল রাখা জরুরি, কেননা মনই একমাত্র জানালা- যার ভিতর দিয়ে তুমি জগৎ দেখতে বাধ্য। 

২# আইনের তালায় যদি মানুষের গণমৃত্যু হয়- তাহলে তা চাবি দিয়ে খোলা নয়, বরং লাথি শাবল গাঁইতি দিয়ে ভেঙ্গে ফেলাই প্রকৃত দেশপ্রেম 

৩# জীবনে কিছু না করার চেয়ে ভুল করা ভালো। 

bernard shaw quote (1)

৪# প্রেম হল সিগারেটের মত, যার আরম্ভ আগুন দিয়ে আর শেষ পরিণতি ছাইয়েতে। 

৫# আশাবাদী এবং নৈরাশ্যবাদী দু’ধরনের মানুষেরই সমাজে অবদান আছে। আশাবাদীরা উড়োজাহাজ বানায় আর নৈরাশ্যবাদীরা প্যারাসুট বানায়।

৬# মেকী জ্ঞান অজ্ঞানতার চেয়ে বিপদজনক।

bernard shaw quote (3)

৭# আমাদের বয়স হয়েছে দেখে আমরা খেলাধুলা বন্ধ করি না। আমরা খেলাধুলা বন্ধ করি দেখেই আমাদের বয়স হয়ে যায়। 

৮# সফলতার গোপন চাবিকাঠি হল যত বেশি পারা যায় মানুষকে রাগিয়ে দেওয়া 

৯# আমি নিরবতায় বিশ্বাস করি। এই বিষয়ে আমি ঘন্টার পর ঘন্টা কথাও বলে যেতে পারব। 

১০# ইতিহাস থেকে আমরা যা শিক্ষা পাই তা হচ্ছে ইতিহাস থেকে মানুষ কোন শিক্ষা নেয় না।

bernard shaw quote (2)

৮৯০০ পঠিত ... ২১:৪৯, জুন ২৬, ২০২১

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top