মাঠটাকে মনে হয়েছিলো গেস্টরুম, হাসারাঙ্গাকে জুনিয়র: কালকের ঝড়ো ব্যাটিং প্রসঙ্গে রিশাদ

২৩৪ পঠিত ... ১৬:১৫, মার্চ ১৯, ২০২৪

19 (1)

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে রিশাদ হোসেনের ঝড়ো ব্যাটিংয়ের বদৌলতে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। কীভাবে এমন দারুণ পেটালেন জানতে আমাদের টিম কল্পনায় গিয়েছিলো তার কাছে। কাল্পনিক এই সাক্ষাৎকারে নিজের দানবীয় ব্যা্টিংয়ের আসল গোমর জানান রিশাদ হোসেন।

 

প্রতিবেদক: কালকে যা খেলা দেখালেন ভাই, আপনাকে লাল সালাম।

রিশাদ: রোজা, রমজানের মাস লাল সালাম দেন ক্যান? দিলে ঠিকঠাকমতো সালাম দেন,আমি বামপন্থী না।

 

প্রতিবেদক: ওকে ভুল হয়ে গেছে ভাই। তবে আপনার ব্যাটিং দুর্দান্ত ছিল, এমন দারুণ ব্যাটিংয়ের গোপন রহস্য কী?

রিশাদ: রহস্য কিছুই না, সহমত ভাইদের নিজের অনুপ্রেরণা হিসেবে নিয়েছিলাম কাল। মাঠটাকে মনে করেছি গেস্টরুম আর হাসারাঙ্গাকে ভার্সিটির জুনিয়র। ব্যাস শইলে একটা ভাব চইলা আইলো, তারপর ধুমধাড়াক্কা পিটাইলাম। 

 

প্রতিবেদক: বলেন কী? এতো অদ্ভুত দারুণ খবর, সহমত ভাইদের থেকে কোনো ডাক পেয়েছেন কি?

রিশাদ: না এখনও পাইনি, তবে আশা রাখছি দ্রুতই পাব। আমার পেটানোর এমন দারুণ দক্ষতা শুধু মাঠেই আটকে থাকবে কেন? গেস্টরুমের মতো মহান জায়গাতেও এর প্রয়োগ হওয়া প্রয়োজন।

 

প্রতিবেদক: সহমত ভাই!

রিশাদ: আরে আপনিও সহমত ভাই নাকি?

 

প্রতিবেদক: হ্যাঁ ছিলাম এককালে। তবে বিশ্ববিদ্যালয় ছেড়েছি অনেকবছর হলো। আপনি চাইলে আমি আপনার গেস্টরুমে পজিশনের জন্য লবিং করতে পারি।

রিশাদ: শিওর ব্রো। প্লিজ দেখেন, খুব উপকার হবে।

২৩৪ পঠিত ... ১৬:১৫, মার্চ ১৯, ২০২৪

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top