আমার দোষ দিলেই হবে নাকি, মানুষ মরতেছে নিজের দোষে; একান্ত কাল্পনিক সাক্ষাৎকারে মশা

২৩০ পঠিত ... ১৮:০৩, আগস্ট ২০, ২০২৩

Mosha-sakkhatkar

গতকাল শাহবাগের মোড়ে এক সংবাদ সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া-৭৬ আসনের সংসদ সদস্য মশানুর রহমাদ মশা জানান, ‘আমার দোষ দিলেই হবে নাকি, মানুষ মরতেছে নিজের দোষে।’ এমন গা জ্বালানো বক্তব্যের পর আমরা তার সাথে গোপন সাক্ষাৎকারে বসি।

 

প্রতিবেদক: কালকের সম্মেলন কীসের উদ্দেশ্যে ছিল আপনাদের?

মশা: জনগণের উদ্দেশ্যেই! এই যে আপনারা আমাদের মিথ্যা দোষী বানাচ্ছেন এই দোষ আমাদের ঘাড় থেকে নামানোর উদ্দেশ্যে।

প্রতিবেদক: কী মিথ্যা দোষ দিচ্ছি আমরা? আপনারা মানুষকে কামড়ান না? আপনিই বলেন, মাছিও তো উড়ে আসে কিন্তু মাছির সাথে কি ডেঙ্গু আসে? ডেঙ্গু কারা আনছে?

মশা: মূর্খদের মতো শুধু কারা আনছে জানতে চাইলেই হবে নাকি! কেন আসছে এটাও তো জানতে হবে। আপনারা যে আমাদেরকে মারার জন্য ভেজালসহ কীটনাশক আনলেন, আমাদের অধিকাংশ যে এখন বাথরুম থেকে বের হতে পারছে না! কই আমরা আপনাদের তবু কিছু বলেছি?

প্রতিবেদক: কী প্রমাণ করতে চাচ্ছেন আপনারা?

মশা: আমরা বলতে চাই, দোষ আমাদের না। এই যে আপনাদের অফিসে ঢোকার আগে দেখলাম ফুলের টবে তিনদিন আগের পানি রাখা, এসির পানি পরিষ্কারের কোনো নাম নাই। এসবের জন্যই তো আপনাদের এসব ক্ষতি দেখতে হচ্ছে! আমাদের জন্য সুযোগ তৈরি করে রাখলে আমরা তো এর ব্যবহার করবোই। আপনাদের মতোই দেশের প্রতিটা মানুষ এভাবে সুযোগ করে দিচ্ছে তাই আমরা এই সুযোগের ব্যবহার করছি।

আপনিই আমাদের বলেন, আপনাদের মেয়র মশাইরা কই? ড্রোন আমাদের খুঁজে পাইছে? কী করতেছেন আপনারা?

 

এমন জ্বালাময়ী প্রশ্ন আমাদের দিকে ছুঁড়ে দিয়ে তিনি মুহুর্তে উড়ে নাই হয়ে গেলেন!

২৩০ পঠিত ... ১৮:০৩, আগস্ট ২০, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top