বিশ্বকাপের সফলতম দল ব্রাজিল, এতে কারোই বিশেষ সন্দেহ নেই। পাঁচবার বিশ্বকাপ জেতা এই দলটির সমর্থকদের জীবনও যেন হয়ে গেছে পঞ্চময়! এমনই এক ব্রাজিল সমর্থক ভাইয়ের সঙ্গে হয়েছে eআরকির আলাপচারিতা। পাঁচ পাঁচে প্রায় পচিশবার তিনি জানিয়েছেন ব্রাজিলের পঞ্চকাপ জয়ের কথা, মাত্র পাঁচ মিনিটেই জানিয়েছেন তার পাঁচময় জীবনের পাঁচ+দুই= সাত সতেরো।
-স্যার, কেমন আছেন?
- পাঁঁচবার বিশ্বকাপ জিতলে যেমন থাকে মানুষ।
- আচ্ছা আচ্ছা! বর্তমানে ব্যস্ততা কী নিয়ে স্যার?
- ব্যস্ততা বলতে, পাঁচবার কাপ জিতেছি। এখন অত ব্যস্ততা নেই। আপাতত আর্জেন্টিনাদের ফুঁটো খুঁজছি। অনেক খাঁটনির কাজ।
- স্যার শুনলাম পাঁচটি বিয়ে করেছেন।
- আসলে কি জানো, পাঁচবার বিশ্বকাপ জেতার পর মনে হল 'পাঁচ' নিয়ে কিছু করা দরকার। তাই আর কি...
- খুব ভাল করেছেন স্যার। তো স্যার সন্তান কতজন?
- পাঁচবার কাপ জিতেছি, তাই পাঁচটি সন্তান নিয়েছি। এবার মিশন হেক্সা। ছোট বউ পোয়াতি।
- বাহহ! স্যার আপনার পছন্দের রেস্টুরেন্ট কোনটা?
- আসলে, পাঁচবার বিশ্বকাপ জিতেছি। তাই পাঁচ ভাই রেস্টুরেন্ট ভালো লাগে।
- স্যার, আপনার প্রিয় ব্যক্তিত্ব কে?
- পাঁচবার বিশ্বকাপ জেতার পর সর্বকালের সর্বশ্রেষ্ঠ অবাঙালি পেলেকে খুব ভাল লাগে।
- প্রিয় ব্যান্ড?
-অবশ্যই মেরুন ফাইভ। ফিফথ হারমোনির গানও অবশ্য ভালো লাগে...
- তা স্যার, কী পেলে'ন জীবনে?
- পাঁচটা বিশ্বকাপ পেয়েছি, পাঁচ বছর পরপর নিরপেক্ষ ভোটাধিকার পেয়েছি, আর কি লাগে!
- স্যার আপনার প্রিয় রঙ কী?
- পাঁচবার কাপ জেতার পর থেকে রঙধনুর পাঁচটি রঙ বড় ভাল লাগে। তবে নীল আর সাদা ভাল লাগে না।
- বাহ! স্যার ওয়ার্ল্ড কাপ তো চলেই এলো। কিছু যদি বলতেন...
- কি আর বলব, পাঁচবার কাপ জেতার পর অন্যদের দেখলে কেমন যেন উদাস লাগে। অন্যরা তো খেলাই পারে না।
- কিন্তু স্যার, হাতের পাঁচ আঙুল তো সমান হয় না...
- গ্রেট পয়েন্ট। পাঁচবার কাপ জিতেছি। ঠিক বলেছো। সব কটাকে খেলা থেকে বাদ দেয়া উচিত।
- কী বলেন স্যার! তাহলে ব্রাজিল খেলবে কাদের সাথে?
- পাঁচবার বিশ্বকাপ জিতেছি। আর তো দরকার নেই। ওয়ার্ল্ড কাপ এবার বন্ধ হওয়া উচিত।
- তাহলে স্যার হেক্সার কী হবে?
- ওই হেক্সা হেক্সা করে আর ভাল লাগে না। পাঁচবার কাপ জিতেছি। এবার একটু শান্তিতে মরতে চাই।
- আচ্ছা স্যার, এবার তাহলে আসি।
- কী বলো, পাঁচবার কাপ জিতেছি। এখনই যাবে কেন। চা দিতে বলি? নাকি ঠান্ডা খাবে?
- ঠান্ডা দিতে বলুন স্যার। যা গরম!
- (চিৎকার করে) এ্যাই পেলের মা! পাঁচবার কাপ জিতেছি। কই গেলা... ফ্রিজ থেকে সেভেন আপের বোতলটা দাও তো...
পাঠকের মন্তব্য ( ১ )
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন