আজ যাচ্ছি, কিন্তু যাচ্ছি না : একান্ত সাক্ষাৎকারে নেইমার

১২৮৮ পঠিত ... ১৮:৩৬, জুলাই ০৮, ২০১৮

বিশ্বকাপ শেষ হয়নি, কিন্তু শেষ হয়ে গেছে বিশ্বকাপে ব্রাজিলের পথচলা। সেই সঙ্গে নেইমারভক্তরাও মুষড়ে পড়েছেন। বিশ্বকাপের মতো এত বড় মঞ্চে তবে কি আর অভিনয় করবেন না নেইমার? ভক্তদের কি তবে শাকিব খানের অভিনয় দেখতে বসতে হবে টেলিভিশনের সামনে?

ভক্তদের নানান আশঙ্কা দূর করতেই আমরা ছুটে যাই কিংবদন্তি এই অভিনেতার কাছে। ফোন করতেই জানা গেলো, তিনি মাত্র পৌঁছেছেন এয়ারপোর্ট, কিছুক্ষণ পরেই ফ্লাইট। এয়ারপোর্ট যাওয়ার পথে আকাশে উড়ে যাওয়া এক পাখির ধাক্কায় (ধাক্কাটা পাখি উড়ে যাওয়ার ফলে তৈরি হওয়া বাতাসের!) এমনিতেই একবার পড়ে যাওয়ায় এয়ারপোর্টে পৌঁছেছেন ১৪ মিনিট দেরিতে, তাই হাতে সময়ও নেই বিশেষ। দ্রুতই তাই সারতে হলো আলাপচারিতা-

eআরকি: বিশ্বকাপের এত বড় মঞ্চে অভিনয় করে এতদিন মাতিয়েছেন হাজারো ভক্তের মন। ভক্তরা আপনাকে মিস করবে, আপনিও কি করবেন না?

নেইমার: অবশ্যই। গত দু রাত প্রচন্ড কষ্টে বিছানায় গড়িয়েছি। তবে ভেঙ্গে পড়ার মতো কিছু হয়নি। কিছুদিন ছুটি কাটিয়ে আমি খুব দ্রুতই অভিনয়ে ফিরছি…

: সামনের কোন সিনেমায় আপনাকে দেখতে পাবো?

: ইতালিয়ান লীগে কাজ করার ইচ্ছা যে নেই তা না, তবে ফ্লোরেন্তিনা পেরেজের মতো বড় পরিচালকের প্রস্তাব পেলে লা লীগা মুভিতেও অভিনয় করতে পারি।

: এখনো লা লীগা সিরিজের আগের সিনেমাগুলোতে আপনার অভিনয় ভক্তদের চোখে ভাসে…

: আমিও লা লীগাতে কাজ করাটা অনেক মিস করি। মনে পড়লে মাঝে মাঝে আপনা আপনিই পড়ে যাই!

: আর বিশ্বকাপের মঞ্চে?

: ২০২২ এ তো রাশিয়া বিশ্বকাপের সিক্যুয়েল আসছেই। সেখানেও অভিনয় করবো। তবে এবারের মতো কমেডি চরিত্রে নয়, নায়ক চরিত্রেই অভিনয় করবো ভাবছি। আশা করছি, সিনেমার শেষ দৃশ্যে কাপটা আমার হাতেই উঠবে।

: যাওয়ার আগে আপনার ভক্তদের জন্য যদি কিছু বলতেন…

: আজ যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, অভিনয়ে ফিরে আসছি চার বছর পর! এবার অস্কার জিতিনি এটা কোনো ব্যাপার না। পরের পার্টে দুর্দান্ত ফুটবলার হিসেবে অভিনয় করে গোল্ডেন বুট জিতবো। আর যারা আমার অভিনয় ভালোবাসেন, এই চার বছর পিএসজি বা রিয়াল মাদ্রিদের নিয়মিত শো-তে দেখা তো হচ্ছেই...

১২৮৮ পঠিত ... ১৮:৩৬, জুলাই ০৮, ২০১৮

আরও

 

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top