সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে বার্সেলোনা এবং আল হিলালকে ফাঁকি দিয়ে অবশেষে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি ক্লাবে যোগ দিতে যাচ্ছেন লিওনেল মেসি। তার এমন সিদ্ধান্তে বিশ্বজুড়ে হইচই পড়ে গেলেও মেসিকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানিয়েছেন বাংলার ক্রিকেটের সুপারস্টার সাকিব আল হাসান। তিনি নিজেও ইদানিং বছরের অনেকটা সময় যুক্তরাষ্ট্রেই কাটান। তাই সে দেশে মেসির আগমন উপলক্ষে এই অলরাউন্ডার এক ভুয়া কাল্পনিক সাক্ষাৎকারে জানান তার অনভূতি।
প্রতিবেদক: মেসি ভাই তো ইন্টার মায়ামিতে যোগ দিয়েছে শুনেছেন। আপনারও কী এমন কোনো পরিকল্পনা আছে?
সাকিব: মশকরা করেন আমার সাথে? আমি কি ফুটবল খেলি?
প্রতিবেদক: আরে না না, সাকিব্বাই ভুল বুঝতেছেন। আমি বলতে চেয়েছি যে আপনারও তো মোটামুটি বয়স হলো। এখনকি আমেরিকার কোনো ক্রিকেট ক্লাবে যোগ দিতে চান?
সাকিব: না, এখনও তেমন কোনো পরিকল্পনা নাই। তবে আমেরিকার কোনো ক্রিকেট ক্লাবের উদ্বোধনীর কোন অনুষ্ঠানে যদি ফিতা কাটার দরকার থাকে সেক্ষেত্রে আমি আছি।
প্রতিবেদক: সাকিব্বাই আপনি তো অনেকদিন হলো এইদেশে নিয়মিত আসা-যাওয়া করছেন, থাকছেনও। নতুন এই দেশে আসার আগে মেসি ভাইকে উদ্দেশ্য করে যদি কিছু বলতেন।
সাকিব: বলার তেমন কিছুই নাই আসলে। তবে একটা কথাই বলতে চাই, আমেরিকা সুন্দর দেশ। এখানে গ্যাঞ্জামও কম। এসো মেসি ভয় নাই, আমেরিকায় সন্ত্রাস নাই।
প্রতিবেদক: এইটা কী বললেন ভাই? আমরা যে খবরে দেখি দুইদিন পরপরই আমেরিকায় লোকজন গোলাগুলি করে, বন্দুক নিয়ে স্কুল কলেজে ঢুকে পড়ে।
সাকিব: আপনে মিয়া বেশি কথা বলেন, যান ফুটেন এবার। আমার একটু পর টাইমস স্কয়ারে সিঙ্গারার দোকান উদ্বোধন করতে যেতে হবে।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন