ইউরোপের মতো রাস্তা নাই, কী লাভ আমেরিকায় গিয়া: বাংলাদেশি তেলের খনির মালিক

৩০৮ পঠিত ... ১৬:২৬, মে ২৫, ২০২৩

Ki-labh-america-giya

বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের ভিসা পলিসিতে পরিবর্তন আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এটি শোনার পর থেকে অনেক রাজনীতিবিদের বিশেষ একটা কিছু নিজেদের কাঁধে উঠে গিয়েছে। কোনো রাজনীতিবিদকে পাওয়া না গেলেও বাংলাদেশি তেলের এক খনির মালিকের কাছ থেকে এই পদক্ষেপের পর তার অনুভূতি জানার চেষ্টা করেছেন আমাদের ভাড়াটে প্রতিবেদক। 

প্রতিবেদক: ভাই আপনাদের তো ব্যবসায় লালবাত্তি হয়ে গেলো?

খনির মালিক: মানে কী? ননসেন্স কথাবার্তা বলছেন আপনি।

প্রতিবেদক: মানে নির্বাচন সুষ্ঠু না হলে তো ভিসা দেবে না শুনলাম?

খনির মালিক: So what! তাতে আমার কী? আর ভিসা না দিলেও আমার বিশেষ কিছু যায় আসে না। আমার এখানে তেলের ব্যবসা ভালোই চলছে, তেল মেরে মেরে আমি বাকি জীবন খুব আরাম আয়েশেই কাটিয়ে দিতে পারবো।

প্রতিবেদক: তারপরেও মানুষের মনে শখ আহ্লাদ থাকে না, এই ধরেন মনে চাইলো একটু নায়াগ্রা ফলস বা গ্র্যান্ড ক্যানিয়নটা দেখে আসতে ইচ্ছা করলো।

খনির মালিক: ওসব কোনো বিষয়ই না। নায়াগ্রা ফলস দেখতে হলে আমেরিকায় যেতে হবে কেন? কানাডায় যাবো, ওখানে বেগম পাড়ায় আমার বাড়ি কেনা আছে so no tension.

প্রতিবেদক: তার মানে বলছেন যুক্তরাষ্ট্রের ভিসা না পেলে আপনার খুব একটা সমস্যা হবে না?

খনির মালিক: আরে কীসের সমস্যা, যুক্তরাষ্ট্র মানুষ যায় নাকি? আর তাছাড়া ওদের ওখানে তো ইউরোপের মতো রাস্তাও নাই, এমন একটা অন্নুনত দেশে যাওয়ার কোনো মানে হয়? দরকার হলে আমাদের চট্রগ্রামে চলে যাবো।

প্রতিবেদক: তা সামনের নির্বাচনে কী আপনার অংশ নেওয়ার কোনো পরিকল্পনা আছে?

খনির মালিক: না ইয়ে মানে সেইটা বলা যাবে না এখন। তবে আমি আমার তেলের ব্যবসা নিয়ে বেশ সুখেই আছি, মাঝেমধ্যেই ট্রাকে করে এদিক সেদিক ঘুরতে যাই। এখন বাকিটা উপরওয়ালার ইচ্ছা।

৩০৮ পঠিত ... ১৬:২৬, মে ২৫, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top