সাম্প্রতিক সময়ে বাফুফে থেকে ফুটবল সংশ্লিষ্ট বেশকিছু লোকজন এবং নারী ফুটবলারদের অবসরের ঘটনায় দেশজুড়ে মোটামুটি আলোড়ন শুরু হয়েছে। অনেকে ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিনের অবসরের দাবি তুললেও বাংলাদেশ থেকে নিজেই অবসর নেওয়ার ঘোষণা দিয়ে দিয়েছে ফুটবল। কেন হুট করে এই ঘোষণা? বিস্তারিত জানতে আমরা গিয়েছিলাম তার কাছে।
প্রতিবেদক: কেমন আছেন ভাই, আপনাকে এত মনমরা লাগছে কেন?
ফুটবল: আর থাকা রে ভাই, এই দেশকে আমার নিজের দেশই মনে হতো। মানুষজন আমাকে নিয়ে এত পাগল ছিল, বলতে গেলে এখনও পাগল আছে কিন্তু মানুষ পাগল থাকলে কী হবে? আমাদের সালাউদ্দিন ভাই তো আমাকে ভালোবাসেন না।
প্রতিবেদক: কিন্তু সালাউদ্দিন ভাই তো আপনাকে এইদেশে জনপ্রিয় করায় অনেক ভূমিকা রেখেছিলো, এইটা অস্বীকার করতে পারেন?
ফুটবল: অস্বীকার কেন করবো? কিন্তু দিনের পর দিন তো এভাবে পড়ে থাকতে আর ভালো লাগে না। কতদিন হয়েছে মাঠের মুখ দেখি না, খেলোয়াড়দের লাথি না খেতে খেতে ফিটনেসের বারোটা বেজে গেছে আমার। এভাবে কতদিন থাকা যায় বলেন?
প্রতিবেদক: তাহলে আপনার ফাইনাল ডিসিশন কী?
ফুটবল: বলেই তো দিয়েছি, তোমরা সবাই থাকো সুখে, আগুন জ্বলুক আমার বুকে। সালাউদ্দিন ভাই উনার চেয়ার নিয়ে ভালো থাকুক, আমার ওনার প্রতি কোনো অভিমান নাই। আমিই অবসর নিয়ে এইদেশ থেকে চলে যাচ্ছি।
প্রতিবেদক: কিন্তু ব্যাপারটা আরেকবার ভেবে দেখলে হতো না?
ফুটবল: আর ভাবাভাবির কিছু নাইরে ভাই। আমার অবস্থা এই দেশের ভোটারদের মতো হয়ে গিয়েছে, শুধু চেয়ে দেখা ছাড়া আর কিছু করার নাই। এভাবে বেকার বসের থাকার চেয়ে চট্রগ্রামের রাস্তায় ইউরোপের ফিল নিয়ে আসলেও ভালো লাগবে।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন