পাগলা সামাদ আজাদ উচ্চবিদ্যালয়

৪৩৩ পঠিত ... ১২:১৩, জুন ২১, ২০২৩

Pagla-azad

সুরঞ্জিত সেনগুপ্ত নিজের সংসদীয় এলাকার উন্নয়ন নিয়ে উদাসীন থাকলেও রাজনীতি ভালো বুঝতেন। তিনি ছিলেন প্রখ্যাত রাজনীতিবিদ ও একজন রসবোধসম্পন্ন মানুষ। সুনামগঞ্জের পাগলা এলাকার লোকজন নিজেদের এলাকায় একটা হাইস্কুল প্রতিষ্ঠার দাবি জানিয়ে আরেক রাজনীতিবিদ আব্দুস সামাদ আজাদকে অনুরোধ করেন।

কিন্তু সামাদ আজাদের শর্ত হলো, ‘হাইস্কুল তার নামে হতে হবে।‘ তবে এলাকার লোকজন এতে রাজি না, তারা এলাকার নামেই চায়।

আব্দুস সামাদ আজাদ সম্মতি না দেওয়ায় পাগলার লোকজন বাবু সুরঞ্জিত সেনগুপ্তের কাছে যায় পরামর্শ করতে। সেনবাবু এমন এক পরামর্শ দিলেন যাতে আব্দুস সামাদ আজাদ আর নিজের নামে স্কুল না চান!

কী ছিল সেই পরামর্শ? বাবু সুরঞ্জিত সেনগুপ্তের পরামর্শ অনুযায়ী পাগলাবাসী আব্দুস সামাদ আজাদকে গিয়ে বলল, ‘আপনার নামও থাকুক, এলাকার নামও থাকুক। অর্থাৎ হাইস্কুলের নাম হবে,

পাগলা সামাদ আজাদ উচ্চবিদ্যালয়!'

বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুস সামাদ আজাদ মুচকি হেসে বললেন, ‘না! শুধু এলাকার নামই থাকুক, আমার নাম দেওয়া লাগবে না৷’

৪৩৩ পঠিত ... ১২:১৩, জুন ২১, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top