লেখা: রাজিব আহমদ
২০১৬ সালের কথা। সমকাল সম্পাদক গোলাম সারওয়ার ভাই তখনও বেঁচে। তিনি আমাদের এক জ্যেষ্ঠ সহকর্মীকে (অনুমতি না থাকায় নাম প্রকাশ করতে পারলাম না) নিউজের বিষয়ে ওবায়দুল কাদেরকে ফোনে ধরতে বললেন।
কিন্তু সেই জ্যেষ্ঠ সহকর্মী ফোনে পেলেন না ওবায়দুল কাদেরকে। সারওয়ার ভাই স্বভাবসুলভ রেগে আগুন। ধমকে বললেন, কী বিট কাভার করো! ওবায়দুল কাদের তোমাদের ফোন ধরেন না!
আমি তখন সড়ক ও রেল বিটের নতুন নতুন রিপোর্টার। একজনের সুবাদে জেনেছিলাম, ওবায়দুল কাদেরের গোপন নম্বর আছে। মিস কলও ব্যাক করেন!
দুষ্টুমি করে সচিবালয় বিটের আরেক সহকর্মীকে সেই গল্প বললাম। তিনি বিশ্বাস করলেন না। চ্যালেঞ্জ হিসেবে, আমার দেওয়া সেই গোপন নম্বরে কল করলেন। কিন্তু কেউ ধরল না।
কিন্তু কী আশ্চর্য! ৫ মিনিটের মধ্যে ওই নম্বর থেকে কল ব্যাক করল। আমাদের এক নারী সহকর্মী (তাঁর নামটিও প্রকাশ করা যাচ্ছে না) ধরলেন। তাদের কথপোকথন ছিল, অনেকটা এরকম,
নারী সহকর্মী: ভাইয়া আপনাকে ফেসবুকে ফলো করি।
ওবায়দুল কাদের: খুকি তুমি কীসে পড়ো?
নারী সহকর্মী: ভাইয়া ইডেনে।
ওবায়দুল কাদের: কোন ইয়ার?
নারী সহকর্মী: সেকেন্ড ইয়ার।
ওবায়দুল কাদের: হলে থাকো না বাসায়?
নারী সহকর্মী: বাসায়।
ওবায়দুল কাদের: আমি তো ব্যস্ত। রাতে কল করলে অসুবিধা হবে খুকি?
নারী সহকর্মী: না।
এ নিয়ে অফিসে মজা হলো। এবং ব্যাপারটি ভুলে গেলাম। কিন্তু সচিবালয় বিট কাভার করা সেই সময়কার যে সিনিয়র রিপোর্টার ভাইয়ের নম্বর থেকে কল করা হয়েছিল, তাতে রাত ১০টার দিকে ওবায়দুল কাদেরের গোপন নম্বর থেকে কল এলো। তিনি ততক্ষণে বাসায়। ফোন ধরলেন না।
ওবায়দুল কাদের এসএমএস করলেন, কল ধরস না কেনো?
সেই ভাই জবাব দিলেন, ড্যাডি এট হোম। কান্ট টক রাইট নাও।
জবাব এলো, ওকে! ওকে!
সেই রিপোর্টার ভাই পরে ভয়ে মাসখানেক সেই নম্বর বন্ধ রেখেছিলেন।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন