উন্নয়নের রকেটটা যে কারণে মহাকাশে গেলো না

৩৩৫ পঠিত ... ১৮:০০, জুন ০৬, ২০২৩

Rocket

২০৪১ সাল৷ বাংলাদেশ এখন আর বাংলাদেশ নাই। ডিজিটাল হইতে হইতে সিলিকন ভ্যালিদেশ হয়া গেছে৷

তথ্যপ্রযুক্তির পাশাপাশি স্পেস টেকনোলজিতেও বাংলাদেশ টপে। উন্নয়নের চাঙ্গে চলে গেছে দেশ, জাস্ট চান্দে যাওয়াই বাকি। তবে, বেশি দেরি নেই। এই কয়েক বছর আগেই তো দেশে মঙ্গল নিয়ে গবেষণা শুরু হলো।

আর আজ, পৃথিবীর প্রথম যাত্রীবাহী রকেট যাচ্ছে মঙ্গলে৷ বাংলাদেশি রকেট!

রকেট কিছুক্ষণের মধ্যেই যাত্রা শুরু করবে, পাড়ি জমাবে সুদূর মঙ্গলে। মঙ্গলে প্রথম বসত গড়বে বাংলাদেশের মানুষ, ভাবা যায়!

দেশের শীর্ষস্থানীয় সব ব্যক্তি জড় হয়েছেন ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে। দেশে তো বটেই, পৃথিবীর নানান দেশে লাইভ দেখানো হচ্ছে এই গৌরবময় মুহূর্তটি।

রকেট এখনই যাত্রা শুরু করবে। কাউন্টডাউন শুরু হলো, ৩... ২... ১...

কী ব্যাপার! রকেট আগায় না কেন! আরও একবার কাউন্টডাউন, নাহ... রকেট তো সেখানেই দাঁড়ানো।

প্রজেক্ট হেড ফোন দিলেন কন্ট্রোল ইউনিটে। ‘ব্যাপার কী? সুইচ চাপ দাও না কেন? পুরা দুনিয়া তাকায়া আছে, ফাইজলামি পাইছো?’

অপারেটর বললো, ‘স্যার, কারেন্ট গেছেগা।‘

৩৩৫ পঠিত ... ১৮:০০, জুন ০৬, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top