জায়েদ খান যে প্রীতম হাসানের কাজিন; এই জিনিসটা দেখলাম কেউই মানতে পারতেছে না৷
আপনাদের সন্দেহ, আর নাক ছিটকানোর কারণটা আন্দাজ করতে পারতেছি৷ প্রীতম হাসান ভালো গান গায়, ক্রিয়েটিভ সেক্টরে তার নাম-যশ আছে। কিন্তু জায়েদ খান মিম ম্যাটেরিয়াল, সোশ্যাল মিডিয়ায় স্টুপিড ভাইব দেয়। আপনারা হুট করে কেউই কাজিন-সম্পর্কটাকে মানতে পারতেছেন না কেবল এই ইন্টেলেকচুয়াল ব্যারিয়ারের কারণেই৷ ইজ দ্যাট রাইট?
তবে জেনে রাখেন, জায়েদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র৷ টিএসসি, রাজু, উদ্যান; সব জায়গায় তার বিচরণ ছিলো৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও ইতিহাসের সাথে জায়েদ খান ওতোপ্রোতভাবে জড়িত৷ সে ম্যানার জানে, ছাত্র রাজনীতি করে আসা জায়েদ খান সে৷
আর আপনাদের প্রীতম হাসানের ভার্সিটি কোনটা একটু খোঁজ নিয়েন৷ বেশি কিছু বলার প্রয়োজন নাই৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের করিডর দিয়ে হাঁটলে যে পরিমাণ জ্ঞান অর্জন করা যায়, সেটা অন্য কোথাও চারবার অনার্স-মাস্টার্স করলেও পাওয়া সম্ভব না৷
আপনাদের 'ভাইবের' সাথে মানানসই প্রীতম হাসানকে বইলেন বিজয় একাত্তর হলের বারান্দা দিয়ে আসা-যাওয়া করতে৷
ওভার অ্যান্ড আউট৷
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন