সীমাহীন রাজ্য

৭২০ পঠিত ... ২০:২২, সেপ্টেম্বর ০৫, ২০১৬


একবার সম্রাট আকবর কোন কারণে তাঁর তিন মন্ত্রীর উপরে ভায়ানক ক্ষেপে গেলেন। আদেশ করলেন, ‘তোমরা অবিলম্বে আমার রাজ্য ছেড়ে চলে যাবে। যদি আর কোনদিন তোমাদের দেখি, তাহলে সাথে সাথে মৃত্যুদন্ড দেয়া হবে।’ মন্ত্রীত্রয় অনেক কাকুতি মিনতি করল শাস্তি মওফুকের জন্য। কিন্তু সম্রাট অনড়।

ভীষণ বিপদে পড়ল তিন মন্ত্রী। পরিবারের পরিজন রেখে কোথায় যাবে? তাদের দুরবস্থা দেখে বীরবল বললেন, ‘আপতত আপনাদের কোন উপায় নেই। তবে আপনারা আমার কথা শুনলে শেষতক রেহাই পেতে পারেন।’
তারা সানন্দে রাজি হয়ে গেল। বীরবল তাদেরকে কিছুদিনের জন্য দিল্লীর আশেপাশে লুকিয়ে থাকতে বললেন। আর কয়েকমাস পর তাঁর সাথে যোগাযোগ করার পরামর্শ দিলেন।
প্রায় বছর খানেক পর একরাতে মন্ত্রী তিনজন লুকিয়ে বীরবল কাছে এল। বীরবল কিছু বুদ্ধি শিখিয়ে তাদের বিদায় করলেন।

পরেরদিন সম্রাট আর বীরবল বাগানে হেঁটে বেড়াচ্ছেন। এমন সময় সম্রাট দেখলেন একটি গাছের ডালে তিনজন লোক হাত শূন্যে মেলে বসে আছে। এগিয়ে গিয়ে দেখলেন এরা আর কেউ নয়, নির্বাসিত সেই তিন মন্ত্রী। তিনি ক্রুদ্ধ হয়ে তাদের নিচে নেমে আসার নির্দেশ দিলেন এবং বললেন, ‘তোমাদের এত বড় সাহস, আমার আদেশ অমান্য করেছ! এই মুহুর্তে তোমাদের প্রাণ দন্ড দেয়া হবে।’

মন্ত্রী তিনজন হাঁটু গেড়ে সম্রাটের সমানে বসে পড়ে বলল, ‘ জাঁহাপনা, আমরা আপনার আদেশ অমান্য করিনি। আপনি নির্দেশ দেবার পর পরই আমরা বেরিয়ে পড়ি। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব দিকেই গিয়েছি আমরা। অনেক শহর বন্দর পার হয়েছি। তবু আপনার রাজ্যসীমা অতিক্রম করতে পারিনি। আমাদের মনে হয়েছে যে মহামান্য সম্রাটের রাজ্য বিশাল, সীমাহীন। তাই ঠিক করেছি আকাশে উড়াল দেব। গাছে উঠে শূন্যে হাত বাড়িয়ে আমরা সে চেষ্টা করছিলাম।’

সম্রাটের বুঝতে বেগ পেতে হল না যে এটা আসলে বীরবলের বুদ্ধি। তিনি মন্ত্রী তিনজনকে ক্ষমা করে দিলেন। আর বীরবলকে করলেন পুরস্কৃত।

৭২০ পঠিত ... ২০:২২, সেপ্টেম্বর ০৫, ২০১৬

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top