মিথ্যাবাদী রাখাল ও বাঘের গল্পের আধুনিক মোরাল

৮০৬৪ পঠিত ... ২৩:৩৭, এপ্রিল ২৬, ২০১৮

দুই বন্ধু গল্প করছে।

‘তোকে একটা গল্প বলি... এক রাখাল বালক কয়েকটি গরু নিয়ে মাঠে চরাচ্ছে। এ সময় তার মাথায় দুষ্টু বুদ্ধি এল একটা। সে হঠাৎ চেঁচিয়ে উঠল, ‘বাঘ! বাঘ!! বাঘ!!!’

তার চিৎকার শুনে আশপাশের গ্রাম থেকে লোকজন সব ছুটে এল। এসে দেখে কোথায় বাঘ, কিছুই নেই। রাখাল আর গুরুর পাল চড়ে বেড়াচ্ছে! আর দুষ্টু রাখাল হেসে কুটি কুটি। গ্রামের লোকেরা রেগে মেগে রাখালকে গালাগাল করে চলে গেল।

ক’দিন পর আবার একই কাহিনী; রাখাল হঠাৎ আবার চেঁচিয়ে উঠল, ‘বাঘ! বাঘ!! বাঘ!!!’

তার চিৎকার শুনে আশপাশের গ্রাম থেকে আবার লোকজন সব লাঠিসোঁটা নিয়ে ছুটে এল।এসে দেখে কোথায় বাঘ কিছুই নেই; রাখাল আর গরুর পাল চড়ে বেড়াচ্ছে আগের মতই! আর দুষ্টু রাখাল হেসে কুটি কুটি।

এবারো গ্রামের লোকেরা রেগে মেগে রাখালকে গালাগাল করতে করতে চলে গেল।

ক’দিন পর সত্যিই সত্যিই সেই দুষ্টু রাখালের গরুর পালে বাঘ পড়ল। এবার রাখাল চেঁচিয়ে উঠল— ‘বাঘ! বাঘ!! বাঘ!!!’

কিন্তু এবার আর গ্রামের লোকজন আসল না আগের মত।

বাঘ তখন প্রথমে রাখালকে তারপর আরো গোটা দুয়েক গরু খেয়ে চলে গেল।’

গল্প শুনে দ্বিতীয় বন্ধু বিরক্ত হল! ‘ধুর এই গল্প তো পুরনো গল্প... ঈশপের প্রাচীন গল্প সবাই জানে।’

—কিন্তু গল্পের মোরালটা কিন্তু নতুন।
—মানে?
—মোরালটা হচ্ছে ‘মিথ্যা বললে এই সমাজে সবাই বিশ্বাস করে, সত্য বললে করে না!’

৮০৬৪ পঠিত ... ২৩:৩৭, এপ্রিল ২৬, ২০১৮

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top